কংস নদের ভাঙনে বিলীন হতে চলেছে বিদ্যালয়

ময়মনসিংহের ফুলপুরে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কংস নদের তীরে তালুকদানা গ্রামে অবস্থিত।
১৯৮২ সালে স্থাপিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় শতাধিক শিক্ষার্থী রয়েছে।
স্থানীয়রা জানান, বিদ্যালয়টি পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের শিশুদের শিক্ষা গ্রহণের একমাত্র ভরসা।
সম্প্রতি ভারী বৃষ্টিতে কংস নদের ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ইতোমধ্যে নদী ভাঙন বিদ্যালয়ের ভবন স্পর্শ করেছে। ভবনটি ধসে পড়া এখন শুধু সময়ের ব্যাপার। এতে আতঙ্কে আছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাস করতে পারছেন না বলেও জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম জানান, আগে বিদ্যালয়ে প্রায় ৪০০ শিক্ষার্থী ছিল। সাম্প্রতিক বছরগুলোতে নদী ভাঙনের ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কমতে থাকে। বর্তমানে এ সংখ্যা ১০৬ জনে এসে দাঁড়িয়েছে।
গত কয়েক বছর ধরে নদীর ভাঙন বিদ্যালয়ের কাছে চলে এসেছে। তা সত্ত্বেও বিদ্যালয়টি রক্ষায় বা নদীর ভাঙন রোধে প্রশাসন বা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই বলে জানান সিংহেশ্বর ইউনিয়ন পরিষদ সদস্য মো. তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, 'বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেলে এলাকার শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে।'
এলাকার গুরুত্বপূর্ণ এ বিদ্যালয়টি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এগিয়ে আসা উচিত বলেও জানান তিনি।
বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা আক্তার ও মো. আল আমিনের দাবি, বিদ্যালয়টিকে যেন ভাঙনের হাত থেকে রক্ষা করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ বেগম জানান, তারা একাধিকবার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা জানান, তিনি ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে একাধিকবার কথা বলেছেন।
তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান ইউএনও।
ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম আবিদ হোসেন জানান, তারা গতকাল বিদ্যালয়টি পরিদর্শন করেছেন এবং আগামী তিন-চার দিনের মধ্যে এর সুরক্ষার কাজ শুরু হবে।
Comments