পটুয়াখালীতে ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে উপজেলা ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে চেয়ারসহ কিছু আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহজাহান খান।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমি ও উপজেলা বিএনপির কয়েকজন নেতা দলীয় অফিসে কাজ করছিলাম। সেসময় ছাত্রলীগের কয়েকজন কর্মী একটি মিছিলসহ এসে অতর্কিত হামলা চালিয়ে অফিসের চেয়ার ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।'

জানতে চাইলে গলাচিপা উপজেলা সভাপতি শরীফ আহমেদ আসিফ বিএনপি অফিসে হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, 'ছাত্রলীগের কেউ হামলা করেনি। এটা তাদের দলীয় অভ্যন্তরীন কোন্দল।'

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, 'হামলার কোনো তথ্য আমাদের কাছে নেই। কেউ অভিযোগও করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

 

Comments