সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিনসহ বিএনপির ১২ নেতা আটক

স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদসহ বিএনপির ১২ নেতাকে পুলিশ আটক করেছে।

আজ সোমবার দুপুর ২টার দিকে বিএনপি নেতাদের আটক করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসা হয়। আটক অন্যদের মধ্যে আছেন, সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী ও আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর শাহিনুর রহমান, আব্দুল রাজ্জাক, বাবলুর রহমান, নেছারুল ইসলাম, সাঈদ, রোকনুজ্জামান, কামরুজ্জামান, আবু দাউদ ও নাছিরউদ্দিন।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান জানান, গত ২২ সেপ্টেম্বর সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আজ সকাল ১১টায় সাতক্ষীরা শহরের হোটেল আল কাসেমে কমিটির পরিচিত সভার আয়োজন করা হয়। সভা একটু দেরিতে শুরু হয়। সভা চলাকালে দুপুর ২টার দিকে পুলিশ সেখান থেকে নেতাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামান বলেন, হোটেল আল কাসেমে কিছু মানুষ গোপন সভা করেছে এমন সংবাদের ভিত্তিতে তাদের সদর থানায় ডেকে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে পারলে ছেড়ে দেওয়া হবে। আর না পারলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago