ভাড়ায়চালিত মোটরসাইকেল পিষে দিল ট্রাক, ৩ আরোহী নিহত

সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে মরদেহের সঙ্গে স্বজনরা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় মাটি বহনকারী একটি ট্রাকের চাপায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় আব্দুর রহমান কলেজের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোটরসাইকেল চালক যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আজিজুর রহমান গাজী (২৮) এবং দুই আরোহী তালা উপজেলার জেঠুয়া গ্রামের আসাদুল ইসলাম ফকির ও সুজন সাহা গ্রামের আব্দুস সেলিম (৩৫)।

মোটরসাইকেল চালক আজিজুরের শাশুড়ি সখিনা খাতুন জানান, আজিজুর তাদের সাতক্ষীরার বাড়িতে থেকে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে দুই যাত্রীকে নিয়ে তালার দিকে যাচ্ছিলেন তিনি। পথে বিনেরপোতার আব্দুর রহমান কলেজের সামনে সাতক্ষীরাগামী একটি মাটিবহনকারী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মীর মাহফুজ জানান, সকাল সোয়া ছয়টার দিকে আব্দুস সেলিমের মরদেহ হাসপাতালে আনা আনা হয়। অপর মারদেহ দুটি হাসপাতালে আসে সাড়ে আটটার দিকে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার জানান, তিন মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ট্রাক ও এর চালককে আটক করা যায়নি।

Comments

The Daily Star  | English

Fire breaks out at restaurant on Bailey Road

Eight fire engines went to the spot to douse the blaze

11m ago