উৎসবমুখর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনস্থল
ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পৌঁছেছেন দলের কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া, খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছেন ঢাকার ৫টি উপজেলার নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর ওই মাঠ।
সম্মেলনের জন্য নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের সামনে রাখা হয়েছে ২৫ হাজার চেয়ার।
ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মঞ্চের দক্ষিণ পাশে স্থাপন করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। সেখানে অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা।
নারী ও পুরুষের জন্য তৈরি করা হয়েছে আলাদা শৌচাগার। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য মূল মঞ্চের সামনে আরেকটি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য কামরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সম্মেলনের সভাপতিত্ব করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ। সঞ্চালনা করবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
Comments