রংপুরে সমাবেশস্থলে কাহারোল বিএনপির যুগ্ম-আহ্বায়কের মৃত্যু
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে কাহারোল উপজেলার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মারা গেছেন।
আজ শনিবার বিকেলে সমাবেশস্থলেই মাইকে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয়েছে।
কাহারোল উপজেলার বিএনপি সভাপতি গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন মোস্তাফিজুর রহমান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।'
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে।
আজ দুপুরে শহরের কালেক্টরেট মাঠে এই সমাবেশ শুরু হয়।
Comments