লুটপাটের কারণে দেশের অর্থনীতির এই অবস্থা: মোশাররফ

আওয়ামী লীগের সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের কিনারে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মোশাররফ বলেন, 'মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ধুলিস্মাৎ হয়ে গেছে মন্তব্য করে মোশাররফ বলেন, আমাদের মুক্তিযুদ্ধে চেতনা গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। শুধু আমরা বলছি না, সারা বিশ্ব বলছে। আমাদের সাংবিধানিক, মৌলিক অধিকার, এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য সবগুলোকে হত্যা করেছে। গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য সরকার দেশের অর্থনীতি লুণ্ঠন করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে এবং টাকা পাচার করে দিয়েছে। যে কারণে অর্থনীতি ধ্বংসের কিনারায় চলে গেছে। আমদানিকারকরা এলসি (ঋণপত্র) করতে পারে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই সরকারের লুটপাটের কারণে বাংলাদেশের এই অর্থনৈতিক অবস্থা।'
'দেশের জনগণ আমাদের সমাবেশের মাধ্যমে রায় দিয়ে দিয়েছে যে, এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা এগুলো ফিরিয়ে দিতে পারবে না। অর্থনীতি মেরামত করতে পারবে না। সে জন্য এই সরকারের বিদায় চায় জনগণ,' বলেন তিনি।
মোশাররফ আরও বলেন, 'আমাদের একটি স্লোগান—টেকব্যাক বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ সমালোচনা করছে, আমরা বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই। যেভাবে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১০ দফা দিয়েছি। যে বাংলাদেশের জন্য বুদ্ধিজীবী-মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন। সেই বাংলাদেশ আমরা পুনরুদ্ধার করতে চাই। যে বাংলাদেশে সুষ্ঠুভাবে গণতন্ত্রের চর্চা হবে। মানুষ ভোট দিতে পারবে, তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারবে।'
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, 'তারা (আওয়ামী লীগ) যদি বলে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল পাকিস্তানের পূর্বাবস্থায় ফিরে যেতে চায়, আমার মনে হয় এটা এ দেশের মানুষ কেউ বিশ্বাস করবে না। যেমনভাবে সরকার বিভিন্ন বিষয়ে চাপাবাজি করছে, এটাও চাপাবাজির অংশ। ইতিহাস বিকৃত করছে, এটাও ইতিহাস বিকৃত করার একটা অংশ।'
'আমরা টেক ব্যাক বাংলাদেশ এটা বোঝাতে চেয়েছি, যে বাংলাদেশের জন্য এ দেশের মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, স্বাধীন করেছেন, যুদ্ধ করেছেন, সেই বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই। বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন, গুটি কয়েক লোক ছাড়া সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে, মা-বোনেরা নির্যাতিত হয়েছে সেই বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই' বলে উল্লেখ করেন তিনি।
মোশাররফ আরও বলেন, 'সেই বাংলাদেশ, মুক্তিযুদ্ধের মূল চেতনা হলো গণতন্ত্র। আজকে দেশে গণতন্ত্র নেই। মানুষের অর্থনৈতিক বৈষম্য যতটুকু সম্ভব কম রাখা, সেটা আজকে সবচেয়ে বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজকে মানুষ নাজেহাল। লোডশেডিং, এই বিদ্যুতে যে লুটতরাজ হয়েছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে গত ১২ বছরে; বাংলাদেশ স্টেট ব্যাকের হিসাবে নজিরবিহীন। অতএব এই বাংলাদেশ আমরা চাইনি। মুক্তিযোদ্ধারা যে কারণে মুক্তিযুদ্ধ করেছেন, শহীদ বুদ্ধিজীবীদের যে কারণে প্রাণ দিয়েছেন, সেটাই হচ্ছে বাংলাদেশ।'
Comments