‘অনির্বাচিত সরকার মানুষকে খুশি করার জন্য অনেক কিছু করে’

নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

মেট্রোরেল উদ্বোধন প্রসঙ্গে অনির্বাচিত সরকার মানুষকে খুশি করার জন্য অনেক কিছু করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, যখন কোনো সরকার অনির্বাচিত হয় তখন তারা বিভিন্ন সময় মানুষকে খুশি করার জন্য অনেক কিছু করে থাকে। এই সরকারের প্রত্যেকটা কাজের মধ্যেই নানা রকম দুর্নীতি-অনাচারের স্পষ্ট প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন, মেট্রোরেল আইন এবং বিধিমালায় বলা হয়েছিল, ঢাকা মহানগরের জনগণের যাতায়াত নির্বিঘ্ন, সুগম করার জন্য জনগণের টাকায় এই প্রকল্প করা হয়েছে। জনগণের টাকা ব্যয় করা হয়েছে এবং অনেক বেশি ব্যয় করা হয়েছে। তারপরও দেখছি আমরা ঢাকার বাস ভাড়ার প্রায় দ্বিগুণ হয়েছে মেট্রোরেলের ভাড়া, আর বলা হচ্ছে, এটা আরাম দায়ক হবে।

এর আগে তিনি জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত সাপ্তাহিক সভায় আলোচিত বিষয়গুলো তুলে ধরেন।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের জনগণ আজ এক অনির্বাচিত, কর্তৃত্ববাদী, নিপীড়ক ও ক্ষমতা রক্ষায়  হিংস্র সরকারের  বর্বর হামলার শিকার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলনে রত বিরোধীদলীয় নেতাকর্মীরা, এমনকী তাদের পরিবারের সদস্যরা প্রতিনিয়ত সরকারের হাতে নিহত, আহত ও নির্মম অত্যাচারের শিকার হচ্ছে। মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনসহ  সহস্রাধিক নেতাকর্মীকে এ মাসেই অন্যায়ভাবে কারারুদ্ধ  করা হয়েছে। এজাহারভুক্ত আসামি না হলেও বারবার তাদের জামিনের আবেদন প্রত্যাখ্যান করে এবং কারাগারে প্রাপ্য মর্যাদা ও সুবিধাদি না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের কারাগার পরিবর্তন এবং কোর্টে হাজিরা দেওয়ার সময় ডান্ডা-বেড়ি পরানোর মতো নিষ্ঠুর ও অমানবিক আচরণ করা হচ্ছে। অবৈধ ক্ষমতা রক্ষার বৃথা চেষ্টায় সরকার আরও বেপরোয়া, হিংস্র, প্রতিশোধপরায়ন হয়ে নিপীড়নের মাত্রা বড়িয়ে চলেছে। তাদের মিথ্যাচার, দুর্নীতি ও অনাচারযত বাড়ছে, ততই তারা জনবিচ্ছিন্ন হচ্ছে।

তিনি বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটি মেট্রোরেল আইন ও বিধিমালা লঙ্ঘন করে মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটারের ভাড়া ১০০ টাকা নির্ধারণের তীব্র প্রতিবাদ জানায়। ঢাকায় মেট্রোরেলের ভাড়ার পরিমাণ শুধু  দেশের বেসরকারি বাস ভাড়ার দ্বিগুণ নয়; ভারত ও পাকিস্তানের বিভিন্ন নগরীর মেট্রোরেলের ভাড়ার চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি। ঢাকা মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাই ও লাহোরের ভাড়ার প্রায় দ্বিগুন এবং কলকাতার ৩ গুণ। ঢাকার ২০ কিলোমিটারের ভাড়া কলকাতার ৪ গুণ, নয়াদিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের ৩ গুণ এবং লাহোরের ভাড়ার চেয়ে সাড়ে ৫ গুণ বেশি।

জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার হলে ক্ষমতাসীন সরকার এমন গণবিরোধী সিদ্ধান্ত নিতে  পারতো না বলেই গণবিরোধী এই সরকারের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এত জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Comments