নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদের কফিন মিছিল

শুক্রবার পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কফিন মিছিল শুরু হয়। ছবি: সংগৃহীত

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও কফিন মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
 
আজ শুক্রবার পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কফিন মিছিল শুরু হয়। পরে মিছিলটি পল্টন ও নাইটিঙ্গেল মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, '২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন এমপি হয়েছেন। ২০১৮ সালে ভোটকেন্দ্র দখল হয়েছে। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় গৃহবধূ ধর্ষণের ঘটনা পর্যন্ত ঘটেছে। তারা আবার ২০২৪ সালে একইভাবে ভোটাধিকার হরণ করতে চায়। ওবায়দুল কাদের বলছেন, খেলা হবে। কিন্তু দলীয় সরকারের অধীনে কীসের খেলা?'

'আর খেলার জন্য তো নিজেরা নামছেন না। পুলিশকে জনগণের বিরুদ্ধে নামিয়ে দিচ্ছেন। দেশকে পুলিশি রাষ্ট্র বানাবেন না', বলেন তিনি। 

গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান বলেন, 'আজকে ভোট ডাকাতির বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে, মানুষের এই জাগরণ শিগগির গণঅভ্যুত্থানে রূপ নেবে। মানুষের এই জাগরণে সরকার ভয় পেয়ে যদি দমানোর চেষ্টা করে, তাহলে সরকার নিজের পায়ে নিজেই কুড়াল মারবে। আমাদের এই আন্দোলন চলবে।'

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন, আবু হানিফ, শাকিলউজ্জামান, সাদ্দাম হোসেন, ড. মালেক ফরাজী, যুগ্ম সদস্য সচিব আব্দুজ জাহের, সদস্য তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ অনেকে।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

5h ago