বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা কী, প্রশ্ন তথ্যমন্ত্রীর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা কী প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা কী প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন।

বিএনপিকে নির্বাচনে আনতে আওয়ামী লীগ সংলাপে বসবে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা কী? নির্বাচনের আয়োজক সংস্থা নির্বাচন কমিশন। তারা প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে বসতে পারে। যদিও নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনা করেছে। তাদের কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারে।'

হাছান মাহমুদ বলেন, 'বিএনপি দেশে একটি অস্থিরতা তৈরি করতে চায়। সাম্প্রতিক সময়ে তাদের কর্মসূচি সেটিই প্রমাণ করে। তারা ১০ ডিসেম্বরকে ঘিরেও আগুন সন্ত্রাস চালিয়েছে। আগামী ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সেখান থেকেও অস্থিরতা সৃষ্টি করার অপতৎপরতা চালাবে। আমরা ১০ তারিখ যেমন সতর্ক পাহারায় ছিলাম, গত ৩০ তারিখ তাদের গণমিছিল কর্মসূচিতে পাহারায় ছিলাম, ভবিষ্যতেও তারা কর্মসূচির নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা উচিত জবাব দেবো।'

তিনি আরও বলেন, 'দেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা নেই, সরকার সে ক্ষেত্রে সহযোগিতা করছে এবং করবে। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালালে সেটি জনগণ প্রতিহত করবে। জনগণের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে।'

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, 'আমরা সরকার গঠন করার পর থেকে বিএনপি চাচ্ছে সরকারের বিদায়। আমরা ১৪ বছর ক্ষমতায়। বিডিআর বিদ্রোহে তাদের ইন্ধন ছিল; তখন থেকেই তারা চাচ্ছে। সরকারকে বিদায় দিতে হলে নির্বাচনে আসতে হবে, তাদের জনপ্রিয়তা যাচাই করতে হবে। অন্য কোনো পথে সরকারের বিদায় দেওয়া সম্ভব না গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। তারা সেটা বিশ্বাস করে না, তারা পানি ঘোলা করে মাছ শিকার করতে চায়। সেই সুযোগ তারা পাবে না।'

Comments