ক্ষমতার জন্য নয়, বিএনপি আন্দোলন করছে দেশকে বাঁচাতে: মির্জা ফখরুল

'আগে বর্গীরা যেভাবে আসতো, বর্গীরা এসে সব লুট করে নিয়ে যেত। আওয়ামী লীগ হচ্ছে সেই বর্গীর দল। তারা যখনই ক্ষমতায় আসে লুট করে নিয়ে যায়'
শুক্রবার ১০ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে পদযাত্রা কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন। ছবি: পলাশ খান/স্টার

দেশের জনগণের স্বার্থে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি।

আজ শুক্রবার ১০ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে পদযাত্রা কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে এ কথা বলেন।

এই সরকারের অধীনে কোনো নির্বাচনে জনগণ যাবে না দাবি করে তিনি বলেন, 'সরকারের পদত্যাগের দাবি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখনও সময় আছে, পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন। নতুন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিন। একটাই দাবি এই সরকারের পদত্যাগ।'

মির্জা ফখরুল আরও বলেন, 'দেশের মানুষ গ্যাস পায় না, বিদ্যুৎ পায় না, শিক্ষা পায় না। আর সরকার তাদের এ অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। র‍্যাবকে ব্যবহার করেছে। সেই র‍্যাবকে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে আমরা খুশি হইনি। আমাদের দেশের একটা প্রতিষ্ঠানের ওপর স্যাংশন এসেছে, আমরা খুশি হবো কেন। কিন্তু আমাদের প্রশ্ন এই স্যাংশন এল কেন।'

'এই অবৈধ সরকার র‍্যাবকে জনগণের ওপর গুলি চালাতে নির্দেশ দিয়েছে। তাদের দিয়ে অবৈধ কাজ করিয়েছে। একইভাবে আজ তারা পুলিশকে ব্যবহার করছে,' যোগ করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেন, 'এই রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনাই প্রমাণ করে এই সংবিধান যেটা আছে তা দিয়ে আর এই দেশের সমস্যার সমাধান হবে না। সংবিধান সংশোধন করতে হবে। আমরা যে ২৭ দফা দিয়েছি সেখানে সংবিধান সংশোধনের কথা বলেছি। আমরা বলেছি রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, মন্ত্রীদের ক্ষমতা এগুলোতে ভারসাম্য আনতে হবে। সব মানুষের যেন অংশগ্রহণ থাকে সেই ধরনের নির্বাচন ব্যবস্থার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে স্থায়ী করা যায় তার চিন্তা করতে হবে।'

'আজকে এমন চুরি করেছেন ব্যাংকে টাকা নাই। ডলার নাই। এলসি খোলা যাচ্ছে না। চুরির একটা সীমা আছে। আপনারা সব সীমা ছাড়িয়ে গেছেন। দেশে গণলুট চলছে। আগে বর্গীরা যেভাবে আসতো, যারা বয়স্ক লোক আছেন তারা জানেন, বর্গীরা এসে সব লুট করে নিয়ে যেত। আওয়ামী লীগ হচ্ছে সেই বর্গীর দল। তারা যখনই ক্ষমতায় আসে লুট করে নিয়ে যায়,' বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না' উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপি আন্দোলন করছে এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য। আওয়ামী লীগ দেশকে আজ অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। কোথাও কোনো সফলতা পাচ্ছে না।'

তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র তাদের গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। এটাও আনন্দের কথা না। আমরা '৬৯ সালে, ৯০ সালে গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আজ গণতান্ত্রিক সম্মেলনে দাওয়াত পায় না। এমন এক দেশ তৈরি করেছে তারা, কোথাও কোনো ধরনের কোনো মূল্যবোধ নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীদের তাণ্ডব, দখল করছে, অন্যায় অত্যাচার করছে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল। জনগণকে ভয় দেখিয়ে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে।'

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

12h ago