রূপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে গুলি, ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় এক বিএনপি নেতা ও তার বোনের বাড়িতে ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাত একটার দিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ বাবুল সিকদার নামে ওই বিএনপি নেতার।
যদিও রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, হামলা বা গুলি চালানোর কোনো অভিযোগ তারা পাননি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
বাবুল রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি পরিবারের সঙ্গে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় থাকেন। পায়ে হাঁটা দূরত্বে তার বোনের বাড়ি।
বাবুল সিকদারের অভিযোগ, মধ্যরাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি এনামুল হক, একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল গাফফার ও পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এমি ভূঁইয়ার নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জনের একটি দল হামলা চালায়। তারা প্রথমে বাড়ির বাইরের বৈদ্যুতিক বাতিগুলো ভেঙে দরজা, জানালার কাঁচ ভাঙচুর করেন।
'শব্দ পেয়ে বাড়ির ভাড়াটিয়ারা বেরিয়ে আসার চেষ্টা করলে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। কেউ এগিয়ে আসলে তাকে গুলি করা হবে বলে হুমকি দেয়। হুমকি দিয়ে বলে, আমি যেন বিএনপির রাজনীতির সঙ্গে না থাকি। পরে তারা মিছিল নিয়ে বেরিয়ে যায়। পরে জানতে পারি আমার বোনের বাড়িতেও তারা ভাঙচুর করেছে। আমার বোনের বাড়ির কেউ বিএনপির রাজনীতির সাথে যুক্ত না।'
বাবুল বলেন, 'থানায় গিয়ে লাভ হয় না। অতীতে থানায় গিয়ে উল্টো হয়রানির শিকার হয়েছি।'
এদিকে গত সোমবার মধ্যরাতে সাবেক ছাত্রলীগ নেতা এমি ভূঁইয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও ও কিছু ছবি আপলোড করেন। তিনি ক্যাপশনে লেখেন, 'একটু নমুনা দেখালাম আমরা আওয়ামী লীগ'।
তার আপলোড করা ভিডিওতে মিছিল দেখা যায়। মিছিল থেকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।
জানতে চাইলে এমি ভূঁইয়া বলেন, 'বিএনপির লোকজনের নাশকতা চেষ্টার খবর পেয়ে আমরা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তাদের প্রতিহত করতে মাঠে নামি।'
তবে বিএনপি নেতা ও তার বোনের বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
Comments