পরিবর্তন এনে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা সেপ্টেম্বরে: ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিবর্তন এনে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক নীতিমালার খসড়া সেপ্টেম্বরে চুড়ান্ত করবে নির্বাচন কমিশন।
আজ বুধবার চার মন্ত্রণালয় ও এরবিআরের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, 'এটি ছিল প্রথম বৈঠক। বৈঠকে বর্তমান বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে পর্যালোচনা হয়েছে।'
'আমরা আগামী সপ্তাহে আবার বসব,' বলেন তিনি।
নীতিমালায় কী কী পরিবর্তন আসছে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, 'এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।'
আজ বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এনবিআরের সংশ্লিষ্ট প্রতিনিধিরা ছিলেন।
Comments