বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু: কাদের

বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের শত্রু।

এ সময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে বিএনপিকে প্রতিহত করার আহ্বান জানান।

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে আজ রোববার সকালে পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, 'এই বাংলাদেশে এটা আজ প্রতিষ্ঠিত সত্য, কারা বৈশাখের চেতনাবিরোধী, কারা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে। স্বৈরাচারী কায়দায় ১৪০০ সনে সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন বিরোধী দলের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোভাযাত্রাকে সেদিন যারা পণ্ড করে দিতে চেয়েছিল, সেই অপশক্তি আজও বাংলার মাটিতে আছে। এরা এ দেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা।'

তিনি বলেন, 'এই বিএনপি এ দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। এদের চেতনায় পাকিস্তান, এদের হৃদয়ে পাকিস্তান। এই সাম্প্রদায়িক অপশক্তি বাংলার চেতনা, বাংলাদেশের জন্মের চেতনাবিরোধী।'

বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে মন্তব্য করে তিনি বলেন, 'আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে।'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, 'আজকে কোনো রাখ-ঢাক নেই। যারা সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সেই বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতির, বাংলাদেশ রাষ্ট্রের চেতনার, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ—শত্রু। এই শত্রুপক্ষকে আসুন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায়, বাঙালির ঐতিহ্যবাহী চেতনায় আমরা এই অপশক্তিকে প্রতিহত করি, পরাজিত করি এবং বিজয়ের লক্ষ্য অভিমুখে এগিয়ে যাই।'

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

13h ago