৫ আগস্টের পর ওবায়দুল কাদের কোথায় ছিলেন, সরকার জানত না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় ছিলেন, সরকার তা জানত না।

সরকারের জানা থাকলে ওবায়দুল কাদেরকেও গ্রেপ্তার করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ বৈঠকের পর এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের ৩ মাসের বেশি সময় দেশে লুকিয়ে ছিলেন। গত ৮ নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে তিনি কলকাতায় পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 'ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না। আমরা যদি জানতাম, তাহলে তাকে গ্রেপ্তার করা হতো।'

গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা দায়িত্ব পালনে ফিরে আসেন। কিন্তু মামলা দায়েরের পর অনেকে আবার পালিয়ে যান।

এই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কোনো ব্যর্থতা আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'কাজে ফিরে আসার পর কেউ পালিয়ে গেছে, এমন কোনো তথ্য নেই। বেশিরভাগ কর্মকর্তাই দায়িত্ব পালনে ফিরে আসেননি।'

'পলাতক পুলিশ কর্মকর্তারা আমাদের কাছে অপরাধী। তাদের খুঁজে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে উপদস্টা জাহাঙ্গীর আলম বলেন, 'ইন্টারপোলকে একটি নোটিশ পাঠানো হয়েছে এবং পরে আবার তাদের নোটিশ জারি করার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা আবারও নিশ্চিত করতে চাই যে যারা দোষী নন তাদের কোনো ক্ষতি হবে না। পরিবর্তনে সময় লাগে। আমরা দুই দিনের মধ্যে সব পরিবর্তন করতে পারব না। এর জন্য ধৈর্যের প্রয়োজন।'

Comments

The Daily Star  | English

Bangladesh demands $4.52 billion in financial claims from Pakistan

"We raised the historical unsettled issues with Pakistan, including a formal public apology," says foreign secy

28m ago