এই আওয়ামী লীগ আজিজ আর বেনজীরের আওয়ামী লীগ: মির্জা ফখরুল

'আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতারা রাজনীতি ছেড়ে দিয়েছেন। তাদের অনেকেই বলে এই আওয়ামী লীগ তো আর সেই আওয়ামী লীগ নয়। এই আওয়ামী লীগ আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ।'
মানিকগঞ্জে আয়োজিত সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই বলে এই আওয়ামী লীগ তো আর সেই আওয়ামী লীগ নয়। এই আওয়ামী লীগ আজিজ  (সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ) আর বেনজীরের (পুলিশের সাবেক মহাপরিদর্শক) আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গিলন্ড গ্রামে মুন্নু সিটিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিভাগ বিএনপি 'গণতন্ত্র উত্তরণ, মতপ্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা ও খাল খনন কর্মসূচি: জিয়াউর রহমানের ভূমিকা' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, 'শহীদ জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি। বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বদ্ধ অর্থনীতিকে, একটি ভ্রান্ত সমাজতন্ত্রকে দুর করে দিয়ে একটি মিশ্র অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতিকে সামনে এনেছিলেন। খাল খনন কর্মসূচি, কৃষি বিপ্লব করা, শিল্পে বিপ্লব করা, বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছিলেন মাত্র চার বছরে। তিনি জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, এই ক্ষণজন্মা পুরুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের সেই ষড়যন্ত্র এখনো চলছে।'

তিনি আরও বলেন, 'এখন বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে যাচ্ছে। কিন্তু সরকার স্বীকার করতে চায় না। তারা সবসময় বলে অর্থনীতি ভালো আছে। তারা নতুন নতুন উপায়ে দুর্নীতি করছে। এই সরকার অধিকাংশ প্রকল্প বাস্তবায়ন করছে চীনা সরকারের সহায়তায়। বড় বড় মেগা প্রকল্পের নামে ঋণ নেওয়ার সময় ৫% এবং কাজ পাইয়ে দিতে ৫% কমিশন নেয়। আর্থিক প্রতিষ্ঠান নগদের কাছ থেকে ৫% কমিশন পায়। এই কমিশন দেশের বাইরে এক বিশেষ ব্যক্তির কাছে চলে যায়।'

বিএনপি মহাসচিব বলেন, 'আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতারা রাজনীতি ছেড়ে দিয়েছেন। তাদের অনেকেই বলে এই আওয়ামী লীগ তো আর সেই আওয়ামী লীগ নয়। এই আওয়ামী লীগ আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ।'

'আজকে বাংলাদেশ সম্পূর্ণভাবে আধিপত্যবাদই নয়, ফ্যাসিবাদীর কবলে পড়েছে। আজকে যারা বাংলাদেশ শাসন করছে এদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এরা জনগণ থেকে সম্পুর্ণ বিচ্ছিন্ন। তাই আজকে তারা নির্বাচন বাদ দিয়ে তাদের মতো করে নির্বাচন করছে। যে কারণে এ নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। তারা নির্বাচনকে বর্জন করেছে,' বলেন তিনি। 

মির্জা ফখরুল আরও বলেন, 'এখন আমাদের সামনে কঠিন সময়। সরকার রাষ্ট্রযন্ত্রকে দখল করেছে। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙ্গে ফেলেছে। অর্থনীতিকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গেছে। অবশ্য এটা আওয়ামী লীগের চরিত্র।'

ঢাকা বিভাগের অধীন জেলাগুলোর বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা এই সেমিনারে অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা,  অধ্যাপক ড. বোরহান উদ্দিন, অধ্যাপক ড. মামুন আহমেদ, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, অধ্যাপক ড. কামরুল হাসান।

Comments

The Daily Star  | English

An unholy race between buses tears two sisters apart

One killed, one injured after being run over by bus in Dhaka's Badda

1h ago