‘খালেদা জিয়াকে মুক্ত করুন, অন্যথায় যেকোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে’

‘এই দেশের মানুষ খালেদা জিয়াকে কারাগারে বন্দি অবস্থায় চলে যেতে দেবে না’
রাজধানীর নয়াপল্টনে দলীয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফেসবুক লাইভ থেকে নেওয়া

খালেদা জিয়াকে একজন বীর মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশের মানুষ খালেদা জিয়াকে কারাগারে বন্দি অবস্থায় চলে যেতে দেবে না।

আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, 'খালেদা জিয়াকে মুক্ত করুন, অন্যথায় আপনাদের যোকোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে।'

প্রায় আট মাস পর আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, 'আজকে এই দেশ আওয়ামী লীগের হাতে, বর্বরদের হাতে, লুটেরাদের হাতে এক মুহূর্তও নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকার হরণ করছে, অন্যদিকে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দিয়ে আটকে রেখেছে এবং নতুন নতুন কৌশল করছে।'

বিএনপি মহাসচিব বলেন, 'অবিশ্বাস্য লাগে, যখন দেখি পুলিশ ও সেনাবাহিনীসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত। ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। কিন্তু যারা বড় বড় রাঘব বোয়াল, যারা এই চুরির মূলহোতা, তাদের এখন পর্যন্ত ধরা হয়নি।'

তিনি বলেন, 'ভারতের সঙ্গে চুক্তি করেছে, আইন ও পানি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশবিরোধী স্বার্থে এই চুক্তি করা হয়েছে। আমরা অধিকার চাই, অভিন্ন ১৫৪টি নদীর পানি চাই, সীমান্ত হত্যা বন্ধ চাই, যেসব সমস্যা আছে সেসব সমস্যারও সমাধান চাই। তা না করে এই সরকার সব কিছু বিলিয়ে দিয়েছে।'

মির্জা ফখরুল বলেন, 'খালেদা জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি গণতন্ত্রের প্রতীক, আন্দোলনের প্রতীক। তাকে বাঁচাতে হলে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।'

অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য যুগপৎ আন্দোলন করছি, আসুন সেই আন্দোলনে খালেদ জিয়ার মুক্তির দাবিকে সংযুক্ত করে আরও সোচ্চার আওয়াজ তুলি।'

 

Comments

The Daily Star  | English
Badiul Alam Majumder

Elections won’t be unacceptable without AL: Badiul Alam

Dr Badiul Alam Majumdar, secretary of 'Citizens for Good Governance' (SHUJAN), has said elections will "not be unacceptable" without Awami League's participation..AL has completely destroyed the electoral system in this country by conducting "dummy, one-sided and midnight" elections, he sa

1h ago