কোটা আন্দোলন: গুলিবিদ্ধ আরও এক যুবকের ঢামেক হাসপাতালে মৃত্যু
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ আরও এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
নিহত পোশাককর্মী ইয়ামিন চৌধুরীর (১৯) বাড়ি কিশোরগঞ্জ জেলায়। হাসপাতালের ডেথ রেজিস্ট্রার অনুসারে, গত ১৯ জুলাই বাড্ডা এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।
ইয়ামিনের পরিবারের সদস্য দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ নিয়ে ২৭ জুলাই পর্যন্ত অন্তত ১৬১ জন প্রাণ হারিয়েছেন। আন্দোলনকারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন ছয়জন।
গত ১৮ জুলাই ৩০ জন, ১৯ জুলাই ৬৬ জন, ২০ জুলাই ২৫ জন, ২১ জুলাই ১৪ জন, ২২ জুলাই ছয় জন, ২৩ জুলাই তিন জন, ২৪ জুলাই চার জন, ২৫ জুলাই দুই জন ও ২৬ জুলাই চার জন মারা যান।
সহিংসতায় মৃত্যুর ঘটনা আরও বেশি হতে পারে, কারণ ডেইলি স্টার অনেক হাসপাতালে পৌঁছাতে পারেনি, যেখানে অনেক গুরুতর আহত রোগীকে নেওয়া হয়েছিল। এছাড়া, ঘটনাস্থল থেকে অনেকে তাদের স্বজনের মরদেহ সংগ্রহ করেছেন। সেসব পরিবারের সঙ্গেও এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
Comments