ইসিবি চত্বরে শিক্ষার্থীদের লাঠিপেটা, বেশ কয়েকজন আটক

ইসিবি চত্বর থেকে এক বিক্ষোভকারীকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি সৌজন্য: প্রথম আলো

ঢাকায় ইসিবি চত্বরে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। সেখান থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

শিক্ষার্থীরা আজ দুপুর ১টার দিকে ইসিবি চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে পুলিশ ধাওয়া করে তদের ছত্রভঙ্গ করে দেন। তবে এই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইসিবি চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে বলে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানিয়েছেন।

এর আগে গতকাল ডিবি হেফাজতে থাকা আন্দোলনকারীদের ছয় সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের একটি ঘোষণা পাঠ করেছিলেন। তবে অন্য সমন্বয়করা ওই বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কোটা সংস্কার আন্দোলনের আরেক সমন্বয়ক আবদুল কাদের আজ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আজ দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

 

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

14m ago