টাঙ্গাইলে আদালত এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্দোলন ঘিরে গত কয়েকদিনে সংঘটিত ‘গণহত্যা ও নির্যাতনের’ ঘটনার তদন্তসহ বিভিন্ন দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: স্টার

টাঙ্গাইলে আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা।

আজ বুধবার 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির অংশ হিসেবে তারা এই বিক্ষোভ মিছিল করেন।

পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্দোলন ঘিরে গত কয়েকদিনে সংঘটিত 'গণহত্যা ও নির্যাতনের' ঘটনার তদন্তসহ বিভিন্ন দাবি জানানো হয়। এসব দাবি জানিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।

এরপর শিক্ষার্থীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।

এসময় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিন টাঙ্গাইল শহরের পাশাপাশি আশপাশের উপজেলাগুলোতেও বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

 

Comments