ছাড়া পেলেন ৬ সমন্বয়ক, গত ২ দিন ডিবি কার্যালয়ে তারা অনশনে ছিলেন

কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদার। ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদার। ছবি: সংগৃহীত

নিরাপত্তা দেওয়ার কথা বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ছয় সমন্বয়কে তুলে নেওয়া হয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ভোরে সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। আমরা নাহিদকে নিয়ে বাসায় যাচ্ছি।

নাহিদের সঙ্গে কথা বলতে চাইলে বদরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, নাহিদ এখন কথা বলার মতো অবস্থায় নেই। তারা দুই দিন ডিবি অফিসে অনশন করেছিল। সে এখন শারীরিকভাবে বিপর্যস্ত।

এর আগে দুপুরে ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনকারী ছয় সমন্বয়কারীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

আনিসুল হক বলেছেন, কোটা আন্দোলনের ছয়জনের (আটকাদেশকে চ্যালেঞ্জ করে) যে মামলটা হাইকোর্টে দায়ের করা হয়েছে সেটা একজন বিচারপতির অসুস্থতাজনিত কারণে গতকাল (বুধবার) শুনানি হয়নি, একই কারণে আজ বৃহস্পতিবারও শুনানি হবে না বলে আমি জানতে পেরেছি।

'আপনাদের (সাংবাদিকদের) জানানো প্রয়োজন' উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, 'এটাও সঠিক যে তারা (৬ আন্দোলনকারী) তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল, এবং সেই ব্যাপারে জিডিও করা আছে।'

'তারা যখন বলছেন তাদের নিরাপত্তার আর প্রয়োজন নাই, তারা চলে যাওয়ার ইচ্ছা যখন পোষণ করে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে।'

তবে তারা কখন, কোথায় গিয়েছে, বা তাদের পরিবারের কেউ এসে নিয়ে গিয়েছে কি না সে বিষয়ে কিছু জানাননি আইনমন্ত্রী।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

16h ago