কোটা আন্দোলন: রংপুরে ১০ শিক্ষার্থী জামিনে কারামুক্ত
রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গ্রেপ্তার ১০ শিক্ষার্থী জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এদের মধ্যে দুইজন এইচএসসি পরীক্ষার্থী।
আজ শনিবার সকালে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখে গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার পরে কারাগার থেকে আটজনকে মুক্তি দেওয়া হয়। দুইজন আজ মুক্তি পেয়েছে।'
এর আগে গতকাল দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফ. এম আহসানুল হক ১০ জনের জামিন মঞ্জুর করেন।
তারা হলেন—মাওবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আব্দুল্লা ইবনে জুবায়ের, মো. মাহিন, আমির হামজা আমির, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহাম্মেদ রকি ও সৌরভ মিয়া।
রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রংপুর মহানগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় তারা গ্রেপ্তার হয়েছিলেন।
শিক্ষার্থীদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী শামীম আল মামুন।
Comments