জয়পুরহাটে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগ-পুলিশ সংঘর্ষে নিহত ২

Jaipurhat_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

নিহতদের নাম মেহেদী হাসান ও রফিকুজ্জামান রহিম (৫৩)। রহিম জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি।

পুলিশ জানায়, আজ রোববার সকাল থেকে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সকাল ১১টার দিকে হাজারো আন্দোলনকারী মিছিল নিয়ে আওয়ামী লীগ অফিসের দিকে যায়। তখন সেখানে অবস্থানরত দলীয় কর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করলে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

আহতদের জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে আহত মেহেদীকে বগুড়ার হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, জয়পুরহাট হাসপাতাল থেকে বগুড়ায় নেওয়ার পথে রোববার রাতের দিকে মারা যান রহিম।

জয়পুরহাটে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ চলছিল বলেও জানায় পুলিশ।

 

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

8h ago