খাতুনগঞ্জে ভ্যানচালক হত্যা: আসামির গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি
চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে শ্রমিক হত্যার ঘটনায় আসামিকে গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন খাতুনগঞ্জ-চাক্তাই বাজার ভ্যানচালক ও দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিকরা। সেকারণে আজ বুধবার সকাল থেকেই দেশের বৃহৎ এ পাইকারি বাজারে পণ্য বেচাকেনা বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গত রোববার খাতুনগঞ্জ বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে ভ্যানচালক মো. মাসুদকে ছুরিকাঘাত করেন এক ট্রাকচালক। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ট্রাকচালক পলাতক রয়েছেন। সবশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মাসুদের মৃত্যু হয়। এর জেরেই আসামির গ্রেপ্তার দাবিতে আজ এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন।
চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে। যেহেতু ওই ভ্যানচালক মারা গেছেন, এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
খাতুনগঞ্জ বাজারের ব্যবসায়ী সফি উল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর আসামি গ্রেপ্তার না হওয়ায় ভ্যানচালক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আহত মাসুদ আজ সকালে মারা গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। পণ্য পরিবহনের জন্য ভ্যান ও শ্রমিক না পাওয়ায় বেচাকেনা প্রায় অর্ধেকে নেমে এসেছে।'
Comments