ষষ্ঠবারের মতো চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেলেন ফজলুল্লাহ

প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। ছবি: চট্টগ্রাম ওয়াসার ওয়েবসাইট থেকে নেওয়া।

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহকে একই পদে আরও ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন করেছে।

আগামী ১ নভেম্বর থেকে পরবর্তী ৩ বছরের জন্য তিনি এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২৮ (২) ধারায় ফজলুল্লাহকে আগামী ৩ বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

৮১ বছর বয়সী ফজলুল্লাহ ২০০৯ সালের ৬ জুলাই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০১১ সালে এমডি পদ তৈরি হওয়ার পর তিনি এমডি হন।

এরপর থেকে কয়েকবার তার মেয়াদ বাড়ানো হয়েছে এবং আগামী ৩১ অক্টোবর তার পঞ্চম মেয়াদ শেষ হবে।

তবে এ কে এম ফজলুল্লাহর দাবি, 'আমি আবার এমডি পদে কাজ করতে আগ্রহী ছিলাম না। কিন্তু ওয়াসা বোর্ডের সদস্যদের অনুরোধে আমাকে একই পদে আবার থাকতে হচ্ছে।'

 

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

5h ago