নিরবচ্ছিন্ন পানির দাবিতে চট্টগ্রাম ওয়াসার সামনে গ্রাহকদের বিক্ষোভ

চট্টগ্রাম ওয়াসার সামনে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: স্টার

নিরবচ্ছিন্ন পানি সরবরাহের দাবিতে মঙ্গলবার সকালে চট্টগ্রামে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা ভবন ঘেরাও করে একদল গ্রাহক বিক্ষোভ করেছেন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে নগরীর দামপাড়া এলাকায় ওয়াসা কার্যালয়ের সামনে গ্রাহকরা বিক্ষোভ করেন। সার্বক্ষণিক পানি সরবরাহের দাবিতে স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীদের একজন নগরের ধনিয়ালপাড়ার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, 'আমরা নিয়মিত পানি পাচ্ছি না। রমজান মাসেও প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রোববার থেকে পানি বন্ধ রয়েছে।'

আরেকজন বিক্ষোভকারী, মো. রফিক বলেন, 'প্রায়ই পাইপ ফেটে যাচ্ছে। আমরা তীব্র পানি সংকটে আছি। এর প্রতিবাদেই আমরা স্মারকলিপি দিতে এখানে এসেছি।'

দুপুর ১টার দিকে ওয়াসা অফিস থেকে বিক্ষোভকারীরা বেরিয়ে যান।

গত রোববার পাওয়ার গ্রিডের কাজের সময় সাগরিকা এলাকায় একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন ফেটে যায়। এর ফলে শহরের ২০টিরও বেশি এলাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, ফাটল ধরা পাইপলাইনটি মেরামতের চেষ্টা চলছে। আশা করছি শিগগির পানি সরবরাহ স্বাভাবিক হবে।

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

13h ago