বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনন্য ক্ষমতার উদযাপনে সঙ্গী মিম

‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। এই শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব উন্নীত করা একটি সামাজিক দায়িত্ব।’
‘ইনক্রেডিবল কিডস ডে আউট ২০২৩’ এ বিদ্যা সিনহা সাহা মিম। ছবি: সংগৃহীত

খিলক্ষেত বড়ুয়া বাগান বাড়ি 'মেট্রোপ্লেক্স' সেদিন সেজেছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনন্য ক্ষমতার উদযাপনের জন্য। এই উদযাপনে সঙ্গী হয়েছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওয়ান-স্টপ প্রারম্ভিক শিশু হস্তক্ষেপ কেন্দ্র ইনক্রেডিবল গত ৯ জুন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনন্য ক্ষমতার উদযাপন এবং সমর্থনের জন্য 'ইনক্রেডিবল কিডস ডে আউট ২০২৩' এর আয়োজন করে।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে পারস্পারিক অংশগ্রহণ, খেলার মাধ্যমে সামাজিক দক্ষতা বিকাশ, সকল অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সন্তানের বিকাশের যাত্রায় পিতামাতার জড়িত থাকার গুরুত্বের ওপর জোর দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমসহ বিশিষ্ট বক্তা, অভিনয়শিল্পী ও বিশেষ অতিথিরা অনুষ্ঠানের সাফল্যে অবদান রাখেন।

মিম তার বক্তব্যে বলেন, 'বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। এই শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব উন্নীত করা একটি সামাজিক দায়িত্ব।'

ইনক্রেডিবলের চেয়ারম্যান মো. তৌকির আহমেদ বলেন, 'ইনক্রেডিবল অল্প বয়সী শিশু ও তাদের পরিবারকে ক্ষমতায়নে অসাধারণ চিকিৎসা সেবা ও ব্যক্তিগত যত্ন প্রদান করা।'

Comments

The Daily Star  | English

Metro rail services resume 11 hours after suspension at Agargaon-Motijheel

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

Now