বারিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরষ্কার বিতরণ

প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের আয়োজনে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরষ্কার বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের আওতায় বারির এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে আজ এই কর্মশালা হয়।

এই কর্মশালায় প্রতিভা অন্বেষণের মাধ্যমে সারাদেশ থেকে মোট চার জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগীদের মধ্যে রিমোট কন্ট্রোল পাওয়ার টিলার উদ্ভাবন করে প্রথম পুরস্কার জিতে নেন মো. আনোয়ার হোসেন। এ ছাড়া, পাট কাটা মেশিনের জন্য হোসেন আলী বিশ্বাস, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ফলের গুণাগুণ বিশ্লেষণ ও পৃথকীকরণ যন্ত্রের জন্য রিজভী আহমেদ নিলয় এবং ফুলের পরাগ রেনু শুকানোর যন্ত্র পোলেন ড্রয়ারের জন্য সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার দ্বিতীয় পুরস্কার পান।

বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মনিরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান এবং সাবেক পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আইয়ুব হোসেন।

এ ছাড়া, বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক এফএমডি প্রকল্প ড. মো. নূরুল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago