সদলবলে দেশত্যাগের হুমকি ইসরায়েলের প্রধান ধর্মগুরুর

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ‘তারা যদি আমাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করে তাহলে আমরা সবাই বিদেশে চলে যাবো।’
ইসরায়েলের প্রধান ধর্মগুরু
রেবাই ইসহাক ইউসুফ। ছবি: এএফপি ফাইল ফটো

'হারেদিম' হিসেবে পরিচিত ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হলে সবাইকে নিয়ে দেশ ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রধান র‌্যাবাই (ধর্মগুরু) ইসহাক ইউসুফ।

গতকাল শনিবার স্থানীয় সময় রাতে তিনি জেরুজালেমে ভক্তদের উদ্দেশে সাপ্তাহিক শিক্ষাদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, 'তারা যদি আমাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করে তাহলে আমরা সবাই বিদেশে চলে যাবো।'

যদি এটি সত্যই হয় তাহলে ইসরায়েলের ভিত্তি নড়ে যাবে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

প্রধান র‌্যাবাই বলেন, 'তোরাহ (তাওরাত) নিয়ে পড়ালেখা করলেই ইসরায়েলের সফলতা ও টিকে থাকা সম্ভব। তোরাহ থেকে সরে গেলে সেনাবাহিনীর কোনো সফলতা আসবে না।'

তার মতে, স্রষ্টা রক্ষা না করলে শুধু সামরিক শক্তি দিয়ে ইসরায়েল টিকে থাকতে পারবে না।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রক্তক্ষয়ী হামলার পর দেশটির রিজার্ভ সেনাদের ডাকা হয়। এরপর, সেখানকার ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে খসড়া আইন করে যুদ্ধকালীন সরকার।

ইহুদি ধর্মীয় নেতারা এই আইনের তীব্র প্রতিবাদ করছেন। তারা মনে করেন, তাদের প্রধান কাজ স্রষ্টার ইবাদত ও তোরাহ নিয়ে পড়ালেখা। কোনো পার্থিব বিষয়ে নিজেদের যুক্ত করার বিরোধিতা করেন তারা। সেনাবাহিনীতে যোগ দেওয়াকে তারা গর্হিত অপরাধ বলেও মনে করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রধান র‌্যাবাই ইসহাক ইউসুফ ইসরায়েলের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করে চলেছেন। সেনাবাহিনীর সাফল্য নিয়ে দেশটির ধর্মনিরপেক্ষ মানুষদের যে ভাবনা, তিনি তারও বিরোধী।

এমন ভাবনার কারণে ধর্মনিরপেক্ষ ইহুদিদের কঠোর সমালোচনার শিকার হলেও তিনি তার নীতি থেকে সরে আসেননি। এবার তিনি আরও কঠোর অবস্থান নিয়ে বললেন, 'আমরা টিকেট কেটে নেবো। জোর করে সেনাবাহিনীতে নেওয়ার মতো (ঘৃণ্য) কাজ আর হতে পারে না। অথচ রাষ্ট্র সেরকমই ভাবছে।'

প্রতিবেদন অনুসারে, প্রধান র‌্যাবাই ইসহাক ইউসুফ তার ভক্তদের উদ্দেশে আগেও এমন মন্তব্য করেছিলেন। এমনকি, ২০১৩ সালে তার বাবা সাবেক প্রধান ধর্মগুরু প্রয়াত র‌্যাবাই ওভাদিয়া ইউসুফও এমন মন্তব্য করে বলেছিলেন, 'স্রষ্টা যা নিষেধ করছেন তা করতে বাধ্য করা হলে ইসরায়েল ছেড়ে আমরা বিদেশে চলে যাব।'

Comments

The Daily Star  | English

More than 600 dengue cases reported in a day; 1 more die

The number of dengue cases in the country has crossed 600 in a single day for the first time this year, as experts urge authorities to take urgent measures to control the spread of the disease

32m ago