অস্ট্রেলিয়ায় ২ হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৪, আহত ৯
অস্ট্রেলিয়ায় ২টি উড়ন্ত হেলিকপ্টারের সংঘর্ষে ৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।
আজ সোমবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ দুপুর ২টার দিকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের দক্ষিণে গোল্ড কোস্টে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কুইন্সল্যান্ড পুলিশের ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল বলেছেন, 'এই ২ উড়োজাহাজ সংঘর্ষের পর বালির তীরে এসে একটি বিধ্বস্ত হয়। উপকূল থেকে দূরে অবস্থিত বালির তীরে জরুরি পরিষেবা পৌঁছানো কঠিন ছিল।'
কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের জেনি শেয়ারম্যান জানিয়েছেন, ২টি হেলিকপ্টারে মোট ১৩ জন ছিলেন। তাদের মধ্যে ৪ জন মারা গেছেন, ৩ জন গুরুতর আহত হয়েছেন এবং বাকি ৬ জন অল্প আঘাত পেয়েছেন।
ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে, প্রাথমিক অনুসন্ধানে দেখা যাচ্ছে যে একটি হেলিকপ্টার উড্ডয়ন ও অপরটি অবতরণের সময় এই সংঘর্ষ হয়।
তিনি বলেন, 'একটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করেছে এবং অপরটি বিধ্বস্ত হয়েছে।'
নিহত ৪ জন ও গুরুতর আহত ৩ জন বিদ্ধস্ত হেলিকপ্টারে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে ডেইলি মেইলের এক প্রতিবেদনে।
Comments