মিশরে গির্জায় অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪০

রোববার মিশরের গিজা শহরের একটি গির্জার ভেতরে আগুন লেগে অন্তত ৪০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ২টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মিশরের গিজায় আবু সিফিন গির্জায় মারাত্মক অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বাহিনীর টহল। ১৪ আগস্ট, ২০২২। ছবি: রয়টার্স

রোববার মিশরের গিজা শহরের একটি গির্জার ভেতরে আগুন লেগে অন্তত ৪০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ২টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইমবাবা এলাকার আবু সিফিন গির্জায় ৫ হাজার মানুষ জড়ো হন। তখন সেখানে বৈদ্যুতিক আগুন ছড়িয়ে পড়ে। ফলে গির্জার একটি প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগ শিশু।

গির্জার উপাসক ইয়াসির মুনির বলেন, তৃতীয় ও চতুর্থ তলায় মানুষ জড়ো হচ্ছিল এবং আমরা দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখি। তখন মানুষ সিঁড়ি দিয়ে নামতে ছুটে আসে এবং ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যায়।

তিনি আরও বলেন, তারপর জানালা দিয়ে একটি আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখি। আমি এবং আমার মেয়ে নিচতলায় ছিলাম। এজন্য আমরা নিরাপদে বের হতে পেরেছি।

মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর গিজা নীল নদের তীরে অবস্থিত।

এ ঘটনার পর মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি টুইট করেন, আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Comments