Skip to main content
T
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩
The Daily Star Bangla
আজকের সংবাদ English
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • মতামত
  • স্বাস্থ্য
  • খেলা
  • বাণিজ্য
  • বিনোদন
  • জীবনযাপন
  • সাহিত্য
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • প্রবাসে
  • E-paper
  • English
অনুসন্ধান English T
  • আজকের সংবাদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • মতামত
  • স্বাস্থ্য
  • খেলা
  • বাণিজ্য
  • বিনোদন
  • জীবনযাপন
  • সাহিত্য
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • প্রবাসে

  • ABOUT US
  • CONTACT US
  • SMS SUBSCRIPTION
  • ADVERTISEMENT
  • APPS
  • NEWSLETTER
ইউরোপ

ইউরোপে রাশিয়ার গ্যাসের ‘বিকল্প’ ভাসমান এলএনজি টার্মিনাল

আসন্ন শীতে রাশিয়ার গ্যাসের বিকল্প খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো। এ অবস্থায় সাময়িক সমাধান হিসেবে প্রায় ২০টি ভাসমান গ্যাস টার্মিনাল চালুর পরিকল্পনা নিয়েছে তারা।
স্টার অনলাইন ডেস্ক
বুধবার আগস্ট ৩১, ২০২২ ০৩:৫২ অপরাহ্ন সর্বশেষ আপডেট: বুধবার আগস্ট ৩১, ২০২২ ০৩:৫২ অপরাহ্ন
ফরাসি এলএনজি টার্মিনাল 'এলএনজি এনডেভর'। এরকম আরও ২০টি টার্মিনাল নির্মাণের কাজ চলছে। ফাইল ছবি: এপি
ফরাসি এলএনজি টার্মিনাল 'এলএনজি এনডেভর'। এরকম আরও ২০টি টার্মিনাল নির্মাণের কাজ চলছে। ফাইল ছবি: এপি

আসন্ন শীতে রাশিয়ার গ্যাসের বিকল্প খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো। এ অবস্থায় সাময়িক সমাধান হিসেবে প্রায় ২০টি ভাসমান গ্যাস টার্মিনাল চালুর পরিকল্পনা নিয়েছে তারা।

আজ বুধবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, এই টার্মিনালগুলো অন্যান্য দেশ থেকে তরলায়িত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে আসবে এবং তা ঘরবাড়ি গরম রাখার জন্য ব্যবহৃত জ্বালানিতে রূপান্তর করবে।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

জেনস স্টলটেনবার্গ
আরও

ইউক্রেনকে সমর্থন দেওয়ার মূল্য দিচ্ছে ইউরোপ: ন্যাটো

প্রতিবেদনের তথ্য অনুসারে, এসব ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি সরবরাহ এ বছরের শেষ নাগাদ চালু হওয়ার কথা রয়েছে।

এদিকে এই উদ্যোগের দীর্ঘমেয়াদী পরিণাম নিয়ে ইতোমধ্যে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন। তারা সতর্ক করে বলছেন, টার্মিনালগুলো দীর্ঘমেয়াদে এলএনজির ওপর ইউরোপের নির্ভরতা বাড়াবে। এই গ্যাস তৈরি, তা পরিবহন ও পোড়ানোর সময় মিথেন ও কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ ঘটিয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে এবং বৈশ্বিক উষ্ণতা বাড়াতে ভূমিকা রাখে।

কিছু বিজ্ঞানী আশঙ্কা, এই ধারা চালু হলে তা বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

ইউরোপের চাহিদা অনুযায়ী এলএনজির চালানের বেশিরভাগ আসবে যুক্তরাষ্ট্র থেকে। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানোর পর ইউরোপের বেশিরভাগ দেশ মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। এর আগে ইউরোপের সামগ্রিক জ্বালানি চাহিদার প্রায় ৬০ শতাংশই আসত রাশিয়া থেকে। 

গতকাল এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি দৃঢ় প্রত্যয় প্রকাশ করে বলেন, ‘তাদেরকে (রাশিয়া) কঠোর জবাব দেওয়া হবে। যত দিন যাবে আমাদের জবাব তত কঠোর ও শক্তিশালী হবে।’ ছবি: রয়টার্স
আরও

‘রাশিয়াকে কঠোর জবাব দেওয়া হবে’

ম্যাসাচুসেটস প্রযুক্তি ইনস্টিটিউটের জলবায়ু বিজ্ঞানী জন স্টারম্যান বলেন, 'এত বড় আকারের এলএনজি অবকাঠামো নির্মাণের অর্থ হচ্ছে সারা বিশ্বের জীবাশ্ম ভিত্তিক জ্বালানির ওপর নির্ভরশীলতা অব্যাহত থাকবে, যা প্রকারান্তরে আগামী কয়েক দশক ধরে জলবায়ুর ক্ষতি করতে থাকবে।'

ইউরোপের দেশগুলো বছরের পর বছর পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার নিয়ে সোচ্চার হলেও রাশিয়ার কাছ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এই ২০টি ভাসমান এলএনজি টার্মিনালকে তাদের বন্দরে ভিড়তে দেওয়ার জন্য রাজি হয়েছে।

অনেক পরিবেশ বিজ্ঞানী যুক্তি দেন, এই বড় আকারের জাহাজগুলো নির্মাণ করতে যে খরচ হবে (জাহাজ/টার্মিনাল প্রতি ৫০০ মিলিয়ন ডলার), তা পরিবেশবান্ধব জ্বালানি খাত ও প্রচলিত জ্বালানি উৎপাদনকেন্দ্রগুলোর উপযোগিতা বাড়ানোর কাজে ব্যবহার করা উচিৎ।

মার্কিন এলএনজি উৎপাদন কেন্দ্র ভেঞ্চার গ্লোবাল এলএনজি। ছবি: এপি
মার্কিন এলএনজি উৎপাদন কেন্দ্র ভেঞ্চার গ্লোবাল এলএনজি। ছবি: এপি

স্টারম্যান যুক্তি দেন, সৌরবিদ্যুৎ বা উইন্ডমিল নির্মাণ করে রাতারাতি রাশিয়ার গ্যাসের বিকল্প তৈরি হবে না। তবে যথেষ্ট পরিমাণ তহবিল পাওয়া গেলে বাড়ি, দালান ও কারখানায় জ্বালানি ব্যবহারে আরও উপযোগিতার চর্চা এবং সৌর ও বায়ুকল থেকে উৎপাদিত বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে দীর্ঘমেয়াদে গ্যাসের অভাব পূরণ করা সম্ভব।

গ্লোবাল এনার্জি মনিটরের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার গ্যাসের সবচেয়ে বড় ভোক্তা দেশ জার্মানি ২০টির মধ্যে ৫টি টার্মিনাল নিয়মিত ব্যবহার করবে এবং এই খাতে তারা ইতোমধ্যে ৩ বিলিয়ন ইউরো বরাদ্দ করেছে। এছাড়াও, দেশটি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের বাধ্যবাধকতা সংক্রান্ত একটি আইনের পরিবর্তন করেছে, যাতে ন্যুনতম সময়ে দেশটিতে এই টার্মিনালগুলো চালু করা যেতে পারে।

এই উদ্যোগেও পরিবেশবাদী গোষ্ঠীগুলো উদ্বেগ প্রকাশ করেছেন।

জার্মান সরকারের পাশাপাশি জ্বালানি খাতের প্রতিনিধিদের ভাষ্য, তারা রাশিয়া থেকে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় জরুরি ব্যবস্থা হিসেবে এলএনজি টার্মিনালের অনুমোদন দিয়েছেন।

গ্লোবাল এনার্জি মনিটরের বিশ্লেষক গ্রেগ অ্যাইটকেন উল্লেখ করেন, পোল্যান্ডের গানস্কতে শিগগির একটি এলএনজি টার্মিনালের উদ্বোধন হতে যাচ্ছে।

গ্রেগ আরও জানান, এই টার্মিনালের সঙ্গে মার্কিন এলএনজি সরবরাহকারীদের চুক্তির মেয়াদ অন্তত ২০৩০ সাল পর্যন্ত।

জ্বালানি বিশ্লেষক আইরা জোসেফ জানান, রাশিয়ার গ্যাস বন্ধ হওয়ার সম্ভাবনায় কপাল খুলে গেছে যুক্তরাষ্ট্রের এলএনজি উৎপাদকদের। নতুন ৩টি রপ্তানি টার্মিনাল তৈরি হচ্ছে এবং আরও ১১টি নতুন টার্মিনাল তৈরি ও ৪টি টার্মিনাল সম্প্রসারণের কাজ পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কিছু রপ্তানি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় থাকলেও সম্প্রতি তারা নতুন করে অর্থায়ন পাচ্ছে।

আমেরিকার একটি এলএনজি উৎপাদন কেন্দ্রে সম্প্রসারণ কার্যক্রম চলছে। ছবি: এপি
আমেরিকার একটি এলএনজি উৎপাদন কেন্দ্রে সম্প্রসারণ কার্যক্রম চলছে। ছবি: এপি

ইউরোপে গ্যাসের সঙ্কটে বিশ্বব্যাপী এলএনজির দাম বেড়ে গেছে। চীনসহ এলএনজির ওপর নির্ভরশীল দেশগুলো যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করছে।

জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টাদের একজন বিশ্লেষক জানান, আগামী ১ বছরে মার্কিন এলএনজি রপ্তানির পরিমাণ ১০ মিলিয়ন টন বাড়বে।

ভাসমান টার্মিনালগুলো একবার নির্মাণের পর পৃথিবীর যেকোনো প্রান্তে এলএনজি নিয়ে যেতে পারবে। সুতরাং ইউক্রেন যুদ্ধ শেষে ইউরোপের দেশগুলো আর এলএনজি না কিনলেও যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য প্রান্তে এই জ্বালানির বাজার খুঁজে পাবে।

স্টারম্যান বলেন, 'যুদ্ধ শেষ হওয়ার পর আমাদের সবার প্রত্যাশা অনুযায়ী শান্তি ফিরে আসবে। কিন্তু সে সময় কেউ বলবে না, চলুন আমরা এগুলোকে (ভাসমান টার্মিনাল) ধ্বংস করে ফেলি। তারা সেটি করবেন না।'

ডুজিন, পুতিন ও দুজিনা। ছবি সূত্র: এপি
আরও

পুতিনের ঘাতকরা মস্কো পৌঁছে গেছেন

 

সম্পর্কিত বিষয়:
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনরাশিয়ার গ্যাসভ্লাদিমির পুতিনভলোদিমির জেলেনস্কিগাজপ্রমনর্ড স্ট্রিম
Apple Google
Click to comment

Comments

Comments Policy

সম্পর্কিত খবর

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভায়াচেসলাভ ভলোদিন দাবি করেছেন, তার দেশ ছাড়া ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ফাইল ছবি: রয়টার্স
৬ মাস আগে | ইউরোপ

রাশিয়াকে ছাড়া ইউরোপের জ্বালানি নিরাপত্তা অসম্ভব: রুশ স্পিকার

যুক্তরাষ্ট্রের অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনের ওয়াং ই। ছবি: রয়টার্স
১ মাস আগে | যুক্তরাষ্ট্র

রাশিয়াকে সহায়তা না করার বিষয়ে চীনকে সতর্কতা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় মাকিভকার এই ভবন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: রয়টার্স
২ মাস আগে | ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন

রুশ সেনাদের ওপর হামলার পেছনে ‘অননুমোদিত মোবাইল ফোন’

নর্ড স্ট্রিম ১ পাইপলান। ফাইল ছবি: রয়টার্স
৮ মাস আগে | ইউরোপ

রাশিয়ার গ্যাস সরবরাহ ১০ দিন বন্ধ থাকবে, আশঙ্কায় ইউরোপ

The Daily Star  | English

Hackers want $5m for Biman data

Hackers are demanding $5 million in ransom for restoring Biman’s access to its server.

5h ago

US carries out Syria strikes after contractor killed

25m ago
The Daily Star
সাহসিকতা • সততা • সাংবাদিকতা
  • ABOUT US
  • CONTACT US
  • SMS SUBSCRIPTION
  • ADVERTISEMENT
  • APPS
  • NEWSLETTER
© 2023 thedailystar.net | Powered by: RSI LAB
Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.