রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ১৩ হাজার সেনা নিহতের দাবি

ইউক্রেন যুদ্ধে নিহত যোদ্ধাদের কবরে ফুল দিচ্ছেন এক নারী। ছবি: এএফপি
ইউক্রেন যুদ্ধে নিহত যোদ্ধাদের কবরে ফুল দিচ্ছেন এক নারী। ছবি: এএফপি

কিয়েভের এক কর্মকর্তার মতে, ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এই সংঘর্ষে অন্তত ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

আজ শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এই তথ্য দেন। এর আগে আগস্টের শেষে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ৯ হাজার সেনা নিহতের কথা জানিয়েছিলেন।

পদোলিয়াক ইউক্রেনের একটি টিভি চ্যানেলকে গতকাল বৃহস্পতিবার বলেন, 'আমাদের হাতে শীর্ষ কমান্ডের কাছ থেকে পাওয়া আনুষ্ঠানিক সংখ্যাটি রয়েছে। নিহতের সংখ্যা ১২ হাজার ৫০০ থেকে ১৩ হাজারের মধ্যে একটি সংখ্যায় পৌঁছে গেছে।'

তিনি বলেন, 'মৃতদের সংখ্যা নিয়ে খোলাখুলিভাবে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই'। তিনি জানান, নিহতের চেয়ে আহত সেনার সংখ্যা বেশি।

ইউক্রেনে নিহতের চেয়ে আহত হয়েছেন অনেক বেশি সেনা। ছবি: রয়টার্স
ইউক্রেনে নিহতের চেয়ে আহত হয়েছেন অনেক বেশি সেনা। ছবি: রয়টার্স

তবে নিহতের এই সংখ্যা নিশ্চিত করেনি ইউক্রেনের সশস্ত্র বাহিনী। পদোলিয়াক জানান, 'যখন সঠিক সময় আসবে', তখন প্রেসিডেন্ট জেলেনস্কি আনুষ্ঠানিকভাবে সংখ্যাটি প্রকাশ করবেন।

ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বর মাস থেকে পাল্টা-আক্রমণ শুরু করেছে। তাদের এই উদ্যোগে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ অঞ্চলের বেশ কিছু ভূখণ্ড রুশ দখলমুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ শহর খেরসন।

গত মাসে একজন শীর্ষ মার্কিন জেনারেল জানান, আনুমানিক ১ লাখেরও বেশি রুশ সেনা ইউক্রেনে নিহত হয়েছেন। তিনি আরও জানান, ইউক্রেনের সেনাবাহিনীও 'সম্ভবত' একই আকারে ক্ষতির শিকার হয়েছে।

তবে বুধবার এক ভিডিও সাক্ষাৎকারে জেলেনস্কির অপর উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ দাবি করেন, নিহত রুশ সেনার সংখ্যা ইউক্রেনিয়দের চেয়ে অন্তত ৭ গুণ বেশি।

বিশ্লেষকদের ধারণা, রাশিয়া ও ইউক্রেন, উভয় দেশই যুদ্ধরত সেনাদের মনোবল ধরে রাখতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে বলছে।

হাজারো ইউক্রেনিয় বেসামরিক ব্যক্তিও এই যুদ্ধে হতাহত হয়েছেন এবং আসন্ন শীতের প্রাক্কালে বাসায় বিদ্যুৎ, পানি ও শীতাতপ নিয়ন্ত্রণ সেবার অভাবে উদ্বেগ ও শংকায় রয়েছেন।

উল্লেখ্য, রুশ বাহিনী গত ২ সপ্তাহ ধরে বারবার ইউক্রেনের তাপ, বিদ্যুৎ ও পানি সরবরাহের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর হামলা চালাচ্ছে।

 

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

5h ago