তুরস্ককে সহায়তা করতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

তুরস্ক-সিরিয়ার সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন প্রায় সহস্রাধিক। এ পরিস্থিতিতে তুরস্কের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিদেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিদেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

তুরস্ক-সিরিয়ার সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন প্রায় সহস্রাধিক। এ পরিস্থিতিতে তুরস্কের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি জানান, তার দেশ ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত তুরস্কের জনগণকে প্রয়োজনীয়তা সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।

সিরিয়ার আজাজ অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাড়ির সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স
সিরিয়ার আজাজ অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গাড়ির সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স

তুর্কি ভাষায় দেওয়া টুইট বার্তায় জেলেনস্কি বলেন, 'আমরা ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশা করছি আহতরা দ্রুত সুস্থতা লাভ করবে। এ মুহূর্তে আমরা তুরস্কের জনগণের কাছাকাছি আছি। আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।' তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উদ্দেশ্যে এই টুইট করেন। 

জেলেনস্কির তুর্কি ভাষায় দেওয়া টুইট

রুশ আগ্রাসনের মোকাবিলায় প্রায় ১ বছর ধরে ব্যস্ত আছেন জেলেনস্কি ও তার সরকার। এর মাঝে দলের বেশ কিছু নেতা ও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এসেছে দুর্নীতির অভিযোগ।

রোববার জেলেনস্কি জানান, তিনি প্রতিরক্ষা মন্ত্রী ওলেকসি রেজনিকভকে বদলী করবেন। তাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন। তার স্থলাভিষিক্ত হবেন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ।

Comments