দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

দামেস্কের এই ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ছবি: রয়টার্স
দামেস্কের এই ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ছবি: রয়টার্স

 

সিরিয়ার রাজধানী দামেস্কের কাফার সৌসা জেলার একটি আবাসিক ভবনে বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলে বলা হয়েছে, 'অন্তত দুই জন নিহত হয়েছেন'। প্রাথমিকভাবে আবাসিক ভবনে 'ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার' কথা জানানো হয়েছিল।

কাফার সৌসা জেলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার আবাস, নিরাপত্তা বাহিনীর শাখা, গোয়েন্দা বাহিনীর সদর দপ্তর ও একটি ইরানী সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও একই জেলায় ইসরায়েল হামলা চালিয়েছিল। সে সময় ইরানী সামরিক বিশেষজ্ঞরা নিহত হন।

এএফপির এক আলোকচিত্রী জানান, নয় তলা ভবনে হামলার ফলে এর বাইরের অংশ কালচে হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভবনের চতুর্থ তলায়। আশেপাশে কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েক দফা বিস্ফোরণের শব্দ পান। তারা রয়টার্সকে জানান, বিস্ফোরণের শব্দে কাছে অবস্থিত স্কুলের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং সেখানে অ্যাম্বুলেন্স ছুটে যায়।

ইসরায়েলি সেনাবাহিনী এএফপি জানিয়েছে, এ ঘটনা নিয়ে তাদের কোনো মন্তব্য নেই।

কর্তৃপক্ষ এ এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে। ফায়ারসার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। 

 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

59m ago