বছরের প্রথম মাসেই দুবাইতে ১৮ লাখ বিদেশি পর্যটক

দুবাইর অর্থনীতি ও পর্যটন বিভাগ প্রকাশিত ‘দুবাই পর্যটন প্রতিবেদনের’ জানুয়ারি সংস্করণ মতে, সবচেয়ে বেশি পর্যটক এসেছেন পশ্চিম ইউরোপ থেকে।
দুবাইতে আন্তর্জাতিক নৌকা প্রদর্শনী। ফাইল ছবি: রয়টার্স
দুবাইতে আন্তর্জাতিক নৌকা প্রদর্শনী। ফাইল ছবি: রয়টার্স

এ বছরের জানুয়ারিতে দুবাইতে ১৭ লাখ ৭০ হাজার আন্তর্জাতিক পর্যটক এসেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই হার ২১ শতাংশ বেশি।

আজ এই তথ্য জানিয়েছে আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ।

দুবাইর অর্থনীতি ও পর্যটন বিভাগ প্রকাশিত 'দুবাই পর্যটন প্রতিবেদনের' জানুয়ারি সংস্করণ মতে, সবচেয়ে বেশি পর্যটক এসেছেন পশ্চিম ইউরোপ থেকে। মোট পর্যটকের ১৮ শতাংশ বা তিন লাখ ২৭ হাজার পর্যটক এসেছেন সেখান থেকে। 

জিসিসি সদস্যভুক্ত দেশ (বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব) ও দক্ষিণ এশিয়া থেকে এসেছেন যথাক্রমে তিন লাখ ১১ হাজার ও দুই লাখ ৯৪ হাজার পর্যটক। 

রাশিয়া, সিআইএস ও পূর্ব ইউরোপের দেশগুলো থেকে ১৫ শতাংশ বা দুই লাখ ৬২ হাজার পর্যটক এসেছেন। ১২ শতাংশ বা দুই লাখ ১১ হাজার পর্যটক নিয়ে পরের অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও উত্তর আফ্রিকা। 

উত্তর ও দক্ষিণপূর্ব এশিয়া ষষ্ঠ অবস্থান দখল করেছে। এর পরের অবস্থানগুলোতে আছে উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

 

Comments