যুক্তরাষ্ট্রকে ‘তাইওয়ান কার্ড’ খেলা বন্ধ করতে হবে: বেইজিং

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিরোধিতা ও এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বেইজিংয়ের গ্রেট হলের ওপর চীনের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিরোধিতা ও এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে "তাইওয়ান কার্ড" খেলা বন্ধ করতে এবং চীনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ানকে ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে অবতরণের পর চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই বিবৃতি প্রকাশ করে। 

বিবৃতিতে বলা হয়েছে, 'চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের তাইওয়ান অঞ্চল পরিদর্শন করেন। এটি চীন-যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্কের ভিত্তির ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে লঙ্ঘন করে। এই সফর তাইওয়ানজুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং "তাইওয়ানের স্বাধীনতাকামী" বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে একটি মারাত্মক ভুল সংকেত পাঠাচ্ছে।'

বিবৃতিতে বলা হয়েছে, 'তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনের সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। যুক্তরাষ্ট্র চীনের তাইওয়ান অঞ্চলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আদান-প্রদান করা থেকে বিরত থাকতে বাধ্য।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'যেহেতু স্পিকার পেলোসি মার্কিন কংগ্রেসের বর্তমান নেতা তাইওয়ানে তার সফর এবং কার্যকলাপ, যাই হোক না কেন এবং যে কারণেই হোক না কেন, এটি তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে সম্পর্ক উন্নয়ন এবং একটি বড় ধরনের রাজনৈতিক উস্কানি। চীন একেবারেই এটা মেনে নেয় না এবং চীনা জনগণ এটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে।'

বিবৃতিতে চীন আরও জানায়, 'চীনের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য ১ দশমিক ৪ বিলিয়নেরও বেশি চীনা জনগণের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। মাতৃভূমির সম্পূর্ণ অখণ্ডতা উপলব্ধি করা সব চীনা নারী ও পুরুষের সাধারণ আকাঙ্ক্ষা এবং পবিত্র দায়িত্ব। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং জাতীয় পুনরুজ্জীবন অর্জনের জন্য চীনা সরকার ও এর জনগণের দৃঢ় সংকল্প, দৃঢ় ইচ্ছাশক্তি এবং ক্ষমতাকে কোনো দেশ, কোনো বাহিনী এবং কোনো ব্যক্তির কখনোই ভুলভাবে মূল্যায়ন করা উচিত নয়।'

বিবৃতিতে আরও বলা হয়, 'মার্কিন স্পিকারের সফরের প্রতিক্রিয়ায় চীন অবশ্যই তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এর থেকে উদ্ভূত সমস্ত পরিণতি অবশ্যই মার্কিন পক্ষ এবং "তাইওয়ানের স্বাধীনতাকামী" বিচ্ছিন্নতাবাদী শক্তিকে বহন করতে হবে।'

'যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানে হস্তক্ষেপ বন্ধ করা এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করা। যুক্তরাষ্ট্রের উচিত "তাইওয়ানের স্বাধীনতাকামী" বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন এবং সহযোগিতা করা বন্ধ করা। যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ান প্রশ্নে এক কথা বলে তার বিপরীত কাজ করা বন্ধ করা। এক-চীন নীতিকে বিকৃত করা, অস্পষ্ট করা এবং গুরুত্বহীন করে তোলা বন্ধ করা উচিত।'

 

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

5h ago