রুশদির ওপর হামলার নিন্দা জানিয়ে টুইটের পর জে কে রাউলিংকে হত্যার হুমকি

রাউলিং
জে কে রাউলিং। ছবি: সংগৃহীত

ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে টুইট করায় হত্যার হুমকি দেওয়া হয়েছে হ্যারি পটারের লেখক জে কে রাউলিংকে।

তবে এই 'অনলাইন হুমকি'র বিষয়ে স্কটিশ পুলিশ তদন্ত শুরু করেছে বলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

রোববার স্কটল্যান্ড পুলিশের এক মুখপাত্র বলেন, 'আমরা অনলাইন হুমকির বিষয়ে অভিযোগ পেয়েছি এবং এর তদন্ত চলছে।'

গত শুক্রবার নিউইয়র্কে সালমান রুশদির ওপর হামলার পর জে কে রাউলিং টুইটে বলেন, তিনি খবরটি শুনে 'অসুস্থ বোধ করছেন'।

এর জবাবে একজন ব্যবহারকারী সেখানে লেখেন, 'চিন্তা করবেন না, এরপর আপনার পালা।'

রাউলিং এই উত্তরের একটি স্ক্রিনশট শেয়ার করে টুইটার মডারেটরদের উদ্দেশে বলেন, 'কোনো সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে কি?'

'সহিংসতা: আপনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হুমকি দিতে পারবেন না। এগুলো তো আপনাদেরই নির্দেশাবলী,' যোগ করেন তিনি।

তবে রোববার টুইটটি সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হুমকি দেওয়া টুইট মির আসিফ আজিজ নামের অ্যাকাউন্টটি পাকিস্তানি নাগরিকদের বলে ধারণা করা হচ্ছে। রুশদির আক্রমণকারীর প্রশংসা করে ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বক্তৃতা দেওয়ার সময় মঞ্চে 'দ্য স্যাটানিক ভার্সেস' খ্যাত ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদির ওপর হামলা হয়।

হামলাকারী হাদি মাতারকে শনিবার নিউইয়র্কের আদালতে হাজির করা হয়। রুশদিকে প্রায় ১০ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে উল্লেখ করে আদালতে প্রসিকিউটর বলেন, 'এটি পূর্বপরিকল্পিত হামলা।'

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

31m ago