ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লোরিডায় তার বাড়িতে তদন্ত সংস্থা এফবিআই তল্লাশি চালাচ্ছে।
আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্লোরিডার পাম বিচে তার 'মার-আ-লাগো' বাড়ি এফবিআইয়ের দখলে'।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার ফ্লোরিডায় 'তল্লাশির' সময় ট্রাম্প নিউইয়র্কে 'ট্রাম্প টাওয়ার'-এ ছিলেন।
সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট তার বাড়িতে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে পারেন এমন ঘটনার তদন্তে এফবিআইয়ের সদস্যরা 'সার্চ ওয়ারেন্ট' নিয়ে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে গেছেন।
এতে আরও বলা হয়, নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদক ম্যাগি হ্যাবারম্যান এই ছবিগুলো তার নতুন বই 'কনফিডেন্স ম্যান'-এ প্রকাশ করতে যাচ্ছেন। এই ছবিগুলো এর আগে মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসে প্রকাশিত হয়েছিল।
এর আগে সিএনএনের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প অনেক সময় অফিসিয়াল ডকুমেন্ট পড়ার পর তা ছিঁড়ে ফেলতেন।
Comments