ওয়াশিংটন-মস্কো ফ্লাইট চালুর মধ্য দিয়ে সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়া শুরুর প্রস্তাব

ছবি: রয়টার্স

দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিরসন ও সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া শুরু করতে গতকাল তুরস্কের শহর ইস্তাম্বুলে বৈঠক করেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা।

বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আকাশপথে যোগাযোগ পুনরায় চালু করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এছাড়া কূটনৈতিক পর্যায়ে ওয়াশিংটন ও মস্কোর কার্যক্রম 'স্বাভাবিক' করতে কিছু পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছে দুই দেশ।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে অনেক পশ্চিমা দেশ মস্কোর সঙ্গে আকাশ পথে যোগাযোগ স্থগিত করে।

রয়টার্সের মতে, মস্কো-ওয়াশিটংন সরাসরি ফ্লাইট আবার চালু হলে একে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান সম্পর্কোন্নয়নের প্রথম উল্লেখযোগ্য অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হবে।

ইস্তাম্বুলের এই বৈঠক ট্রাম্প-পুতিনের ১২ ফেব্রুয়ারির ফোনালাপ এবং ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবে অনুষ্ঠিত দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠকের ধারাবাহিকতায় এসেছে।

ছয় ঘণ্টার এই বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ও সম্ভাব্য বড় ব্যবসায়িক চুক্তির প্রসঙ্গ এসেছে। তবে আপাতত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুইপক্ষ।

বৈঠকের আলোচনা 'গুরুত্বপূর্ণ ও গঠনমূলক' আখ্যা দিয়ে আজ এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'পূর্ববর্তী সব মার্কিন প্রশাসন থেকে চলে আসা অসংখ্য "বাধা" দূর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।'

'যুক্তরাষ্ট্রকে (রাশিয়ার সঙ্গে) আকাশপথে সরাসরি যোগাযোগ আবার চালু করার সম্ভাবনা বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে,' যোগ করা হয় বিবৃতিতে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় দুই দেশের দূতাবাসের কর্মীসংখ্যা, ভিসা এবং কূটনৈতিক ব্যাংকিং সংক্রান্ত আলোচনা হয়েছে।

এছাড়া কূটনৈতিক মিশনের কার্যক্রম স্বাভাবিক করতে প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হয়েছে উভয়পক্ষ।

Comments

The Daily Star  | English
Growth of NBR's tax collection

March revenue growth nears 10%, but no cause for cheer

NBR still needs Tk 65,000cr per month to hit IMF target for FY25

10h ago