টেক্সাসে বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ২৫

ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন।
এ পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হলেও নদীর ধারে গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থানরত ২৩ থেকে ২৫ জন এখনো নিখোঁজ রয়েছে।
আজ শনিবার এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যাকে 'ভয়াবহ' ও 'মর্মান্তিক' বলে উল্লেখ করেছেন।
রয়টার্স জানায়, শুক্রবার টেক্সাসে ভারী বৃষ্টিপাতের কারণে গুয়াদালুপ নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। মাত্র এক ঘণ্টারও কম সময়ে নদীর পানি ২৬ ফুট (৭.৯ মিটার) বেড়ে যায় এবং আশেপাশের সব ভাসিয়ে নিয়ে যায়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ শিশুসহ অন্যান্যদের উদ্ধারে অভিযান চলছে।
কর্তৃপক্ষ জানায়, পূর্ববর্তী আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হবে বলে আশা করা হয়নি। আকস্মিক প্রবল বৃষ্টিপাতের ফলে এই বিপর্যয় ঘটেছে, যা ব্যাপক ক্ষতি সাধন করেছে।
Comments