ফক্স নিউজের পূর্বাভাস: ট্রাম্প ২০৫, কমলা ১১৭

ফ্লোরিডায় ট্রাম্প। ছবি: রয়টার্স
ফ্লোরিডায় ট্রাম্প। ছবি: রয়টার্স

বেশিরভাগ মার্কিন গণমাধ্যমের পূর্বাভাস মতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তবে এ ক্ষেত্রে অন্যান্য সংবাদমাধ্যম থেকে খানিকটা ভিন্ন তথ্য দিয়েছে কট্টর ট্রাম্প সমর্থক হিসেবে বিবেচিত ফক্স নিউজ।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট শেষ হয়েছে। এখন চলছে গণনা।

বার্তাসংস্থা এপির হালনাগাদ পুর্বাভাস মতে, ট্রাম্প ও কমলা যথাক্রমে ১৯৮ ও ১১২টি করে ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। তবে এ ক্ষেত্রে ফক্স নিউজ বলছে ট্রাম্পের ঝুলিতে জমা হয়েছে ২০৫টি ভোট এবং কমলা পেয়েছেন ১১৭।

উল্লেখ্য, ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেলেই প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান পাকা করতে পারবেন ট্রাম্প অথবা কমলা।

ফক্স নিউজের 'ডিসিশন ডেস্ক' বলছে, দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগানের ফলের পূর্বাভাস এ মুহূর্তে সম্ভব নয়।

উইসকনসিন ও অ্যারিজোনার বিষয়েও একই বক্তব্য দিয়েছে সংবাদমাধ্যমটি। 

তবে টেক্সাসে জিততে চলেছেন ট্রাম্প। এতে তিনি ৪০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করবেন।

আইওয়াতেও এগিয়ে তিনি।

নেব্রাস্কার দুইটি ইলেক্টোরাল ভোট পাবেন তিনি।

কমলা হ্যারিস নিউইয়র্কে বিজয়ী হয়ে ২৮টি ভোট পেতে চলেছেন।

মিনেসোটা, কলোরাডো ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট। তবে এখনো এসব অঙ্গরাজ্যের ফল ঘোষণার সময় আসেনি।

সাবেক প্রেসিডেন্ট লুইজিয়ানায় জিততে চলেছেন। পাশাপাশি তিনি ক্যানসাস, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও ওয়াইওমিং অঙ্গরাজ্যেও জিতবেন তিনি।

সব মিলিয়ে, ফক্স নিউজের পূর্বাভাস, ডোনাল্ড ট্রাম্প বেশ বড় ব্যবধানে কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে।

Comments

The Daily Star  | English

Chinmoy Das granted HC bail

He is expected to get released from the jail following the HC order unless the Appellate Division of SC does not stay the HC verdict, his lawyer says

22m ago