মেট্রো বিপক্ষে সিলেটের নাটকীয় জয়

জয় থেকে তখন ১৯ রান দূরে। ঢাকা মেট্রোর হাতে তখন ৫টি উইকেটে। তার উপর উইকেটে সেট দুই ব্যাটসম্যান সাদমান ইসলাম ও জাবিদ হোসেন। জয়টা বেশ সহজই মনে হচ্ছিল মেট্রোর। কিন্তু তখন পাশা পাল্টে দেন সিলেটের বোলাররা। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে উল্টো ম্যাচ জিতে নেন ৩ রানে।
দলের খুব প্রয়োজনীয় মুহূর্তে দুর্দান্ত বোলিং করেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। মেট্রো এক প্রান্ত আগলে রাখা সাদমানকে বোল্ড করেন তিনি। এরপর শহিদুল ইসলামকেও আউট করেন। তার সঙ্গে যোগ দেন খালেদ আহমেদও। ফলে শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেনি মেট্রো।
১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগের দিন ১ উইকেটে ২৮ রান করেছিল মেট্রো। ১৭ রানে এক উইকেট হারানো দলটির দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬০ রান। এরপর পেসার সৈয়দ খালেদ আহমেদের তোপে পরে দলটি। একাই ৫টি উইকেট নেন এ পেসার। তবে ষষ্ঠ উইকেটে জাবিদ হোসেনের ৫৯ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাদমান। কিন্তু এরপর এনামুলের ঘূর্ণিতেই সব এলোমেলো হয়ে যায়।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন সাদমান। ৯২ বলে ১০টি চারের সাহায্যে এ রান করেন তিনি। শামসুর রহমানের ব্যাট থেকে আসে ২৯ রান। শেষ দিকে দারুণ ব্যাটিং করে ২৮ রানে অপরাজিত ছিলেন জাবিদ। সিলেটের পক্ষে ৫৪ রানের খরচায় ৫টি উইকেট নেন খালেদ। এছাড়া এনামুল ও ইবাদত ২টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট বিভাগ প্রথম ইনিংস : ৯৮ ওভারে ৩১২।
দ্বিতীয় ইনিংস : ৬৩.২ ওভারে ১৮৪।
ঢাকা মেট্রো প্রথম ইনিংস : ৮৭ ওভারে ৩০০।
দ্বিতীয় ইনিংস : ৪৮.২ ওভারে ১৯৩ (সাদমান ৭৮, সৈকত ৫, শামসুর ২৯, মার্শাল ৮, আশরাফুল ১৪, মেহরাব ২, জাবিদ ২৮*, অনিক ৪, আসিফ ০, শহিদুল ১, সানী ১; রাহী ০/৫০, ইবাদত ২/৪৭, খালেদ ৫/৫৪, শাহানুর ১/১৫, এনামুল ২/৮)।
ফলাফল : সিলেট বিভাগ ৩ রানে জয়ী।
Comments