টানটান উত্তেজনার পর রংপুরের ৫ রানের জয়

প্রথম ইনিংসে দুদলই করেছিল ১৪৭ রান। তুমুল লড়াই জমে উঠল দ্বিতীয় ইনিংসেও। লো স্কোরিং ম্যাচে স্নায়ু ধরে রেখে শেষ বিকেলে জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ।

প্রথম ইনিংসে দুদলই করেছিল ১৪৭ রান। তুমুল লড়াই জমে উঠল দ্বিতীয় ইনিংসেও। লো স্কোরিং ম্যাচে স্নায়ু ধরে রেখে শেষ বিকেলে জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ।

রংপুরের নিজ মাঠে জেতার জন্য ২৩০ রানের লক্ষ্য ছিল বরিশালের। রান তাড়ায় আশা নিরাশার দোলাচলে এগিয়েছে তাদের ইনিংস। শেষ পর্যন্ত রবিউল হক, শুভাশিস রায়, সঞ্জিত সাহাদেরই হয়েছে জিত। জয়ের একদম কাছে গিয়েও ৫ রানের আক্ষেপে পুড়েছে বরিশাল।

আগের দিনের ৩ উইকেটে ৭১ নিয়ে খেলা শুরু করে বরিশাল। শেষ দিনে জেতার জন্য তাদের দরকার ছিল আরও ১৫৯ রান, রংপুরের দরকার ছিল ৭ উইকেট। দিনের খেলার শুরুতেই উইকেটরক্ষক ব্যাটসম্যান শামসুল ইসলাম ফিরে যান। এরপর মোসাদ্দেক হোসেনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন আল-আমিন জুনিয়র। ৫২ রান করা আল-আমিনকে ফিরতে হয় রান আউটে কাটা পড়ে।

মোসাদ্দেক ২৯ আর সোহাগ ফিরে যান ১৯ রান করে। শেষ দিকে তানবির ইসলামের সঙ্গে ৫৪ রানের জুটিতে ম্যাচ জমিয়ে তুলেন নুরুজ্জামান। কিন্তু অফ স্পিনার সঞ্জিতের বলে তানবির ফিরে গেলে আর টিকতে পারেনি বরিশাল।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর ১ম ইনিংস: ১৪৭

বরিশাল ১ম ইনিংস: ১৪৭

রংপুর ২য় ইনিংস: ২২৯

বরিশাল ১ম ইনিংস: (লক্ষ্য ২৩০) (তৃতীয় দিন শেষে ৭১/৩) ৮০.২ ওভারে ২২৪ (শাহরিয়ার ৯, রাফসান ০, মনির ৭,  আল আমিন ৫২, শামসুল ৯, মোসাদ্দেক ২৯, সোহাগ ১৯, নুরুজ্জামান ৪৬, রাব্বি ৮, তানভীর ১৬, তৌহিদুল ০*; শুভাশিস ২/৪৪, রবিউল ৪/৬৩, সাজেদুল ১/৩২, সঞ্জিত ২/৪৩, তানবীর ০/১৬, মাহমুদুল ০/২)।

ফল: রংপুর ৫ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রবিউল হক

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

55m ago