এক জুটিতেই ভাঙল দুই রেকর্ড

জিম্বাবুয়ের বিপক্ষে ২৮৭ রান তাড়ায় দ্বিতীয় উইকেটে ২২০ রানের জুটি গড়েন ইমরুল কায়েস আর সৌম্য সরকার। বিশাল এই জুটিতে দুই রেকর্ড উলটপালট হয়েছে। এখন ঘরের মাঠে ওয়ানডেতে এটিই সেরা জুটি। ওয়ানডেতে সব মিলিয়ে দ্বিতীয় উইকেটেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি এটি।
Imrul Kayes-SOumya Sarkar
বিশাল জুটিতে ইমরুল-সৌম্য। ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের বিপক্ষে ২৮৭ রান তাড়ায় দ্বিতীয় উইকেটে ২২০ রানের জুটি গড়েন ইমরুল কায়েস আর সৌম্য সরকার। বিশাল এই জুটিতে দুই রেকর্ড উলটপালট হয়েছে। এখন ঘরের মাঠে ওয়ানডেতে এটিই সেরা জুটি। ওয়ানডেতে সব মিলিয়ে দ্বিতীয় উইকেটেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি এটি।

দেশের মাঠে ওয়ানডেতে বাংলাদেশের সেরা জুটি ছিল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মধ্যে। ২০১৫ সালে পাকিস্তান সিরিজে ১৭৮ রানের জুটি গড়েছিলেন তারা। সাড়ে তিন বছর পর সেই জুটি ভাঙলেন ইমরুল-সৌম্য।

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় উইকেটে ২০৭ রানের জুটি গড়েছিলন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে এটিই ছিল বাংলাদেশের সেরা জুটি। এদিন ব্যাটের দাপটে ওই জুটি পেছনে ফেলেছেন সৌম্য-ইমরুল।

আগে ব্যাট করে ২৮৬ রান দিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ দিয়েছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই ফেরত যান ছন্দে থাকা লিটন দাস। তবু এক মুহূর্ত টলেনি বাংলাদেশ। দারুণ এক জুটি গড়ে তুলেন ইমরুল-সৌম্য। শুরুতে বেশি আগ্রাসী ছিলেন ইমরুল। দৃষ্টি নন্দন কাভার ড্রাইভ, ওভার দ্য টপ শট খেলে মাতিয়ে রাখেন গ্যালারি। খানিক পর তাতে যোগ দেন সৌম্য।

ক্যারিয়ারের শুরুতে যেমন রাজসিক সৌম্যকে দেখা যেত, এদিন মিলেছে ঠিক তেমনটির দেখা। বারকয়েক ডাউন দ্য উইকেটে বেরিয়ে এসে মেরেছে  বিশাল সব ছক্কা। ২২০ রানের জুটিতে ১১৭ রানই তার। ৯২ বলের ইনিংসে মেরেছেন ৯ চার আর ৬ ছক্কা। ওয়েলিংটন মাসাকাদজাকে আরেকটি ছক্কা মারতে গিয়ে শেষ হয়েছে তার ইনিংস। তখন ৯১ রানে অপরাজিত ইমরুল।

 

Comments