ড্রাফটের আগে মুশফিককে নিয়ে নিল চিটাগং

Mushfiqur Rahim
টেস্ট অধিনায়কত্ব হারানোর পর এই প্রথম সংবাদ সম্মেলনে এলেন মুশফিক। ছবি: ফিরোজ আহমেদ

আইকন কিংবা এ প্লাস ক্যাটাগরি কোন খেলোয়াড়কেই আগে দলে নেয়নি চিটাগং ভাইকিংস। তবে প্লেয়ার্স ড্রাফটের ঠিক আগে আইকন খেলোয়াড় চূড়ান্ত করেছে দলটি। বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে অন্তর্ভুক্ত করেছে তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের জন্য সিকান্দার রাজা, লুক রঙ্কি, নাজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদকে ধরে রেখেছিল তারা। তবে মুশফিককে দলে নেওয়ায় নজিবুল্লাহ জাদরানকে ছেড়ে দিয়েছে দলটি।

এদিকে বিপিএলের  ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের আলেক্স হেলসের মতো খেলোয়াড়। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স।  ড্রাফটের আগেই দল পেয়েছেন নেপালের লেগ স্পিনার স্বন্দীপ লামিছানেও। তিনিও খেলছেন সিলেট সিক্সার্সে।

রংপুর রাইডার্স: মাশরাফি মর্তুজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবিডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, সুনিল নারিন, রোবম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হাজরাতুল্লাহ জাজাই।

সিলেট সিক্সার্স: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, সোহেল তানবীর, স্বন্দীপ লামিছানে।

খুলনা টাইটান্স: মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলি খান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, অ্যাশলে গুনারত্নে, লিয়াম ডসন।

রাজশাহী কিংস: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার।

চিটাগাং ভাইকিংস: মুশফিকুর রহীম, সিকান্দার রাজা, লুক রঙ্কি, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদ, রুবি ফ্র্যাঙ্কলিন।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

38m ago