শাহবাগ থেকে আন্দোলনকারীদের তুলে দিয়েছে পুলিশ, আটক ৪

Shahbagh blockade
২৮ অক্টোবর ২০১৮, সাধারণ ছাত্র পরিষদের কয়েকজন কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি: প্রথম আলোর সৌজন্যে

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সদস্যদের উঠিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে আন্দোলনকারী চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করার দাবিতে গতকাল দুপুর থেকে রাজধানীর ব্যস্ততম এই সড়কটি অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

আজ (২৮ অক্টোবর) পুলিশ জোরপূর্বক আন্দোলনকারীদের উঠিয়ে দিলে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

রমনা থানার এডিসি এইচ এম আজিমুল হকের উদ্ধৃতি দিয়ে দৈনিক প্রথম আলো বলছে, ‘‘আটক আন্দোলনকারীদের জিজ্ঞাসাবাদ করা হবে।’’

খবরে প্রকাশ, আজিমুল হক বলেন, ‘‘তাদের নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে বলা হয়েছিল। তারা কর্ণপাত করেননি। কাউকে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না।’’

এদিকে, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস জানান, ‘‘শিগগিরই পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।’’ পুলিশ সংগঠনের পাঁচজনকে আটক করে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago