তবুও মেসিকে মিস করছে বার্সেলোনা
লিওনেল মেসিকে ছাড়া এর মধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছে বার্সেলোনা। দুই ম্যাচেই দাপুটে জয়। তাও কঠিন প্রতিপক্ষের সঙ্গেই। আগের দিন তো এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়েই দিয়েছে তারা। কিন্তু তারপরও মেসিকে মিস করছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভারদে। দলের প্রাণ ভোমরাকে খুব শিগগিরই পেতে চান তিনি।
আগের দিন ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দারুণ হ্যাটট্রিক তুলে নিয়েছেন লুইস সুয়ারেজ। অথচ চলতি মৌসুমে খুব বাজে সময়ই কাটাচ্ছিলেন এ স্ট্রাইকার। গোল পেয়েছেন ফিলিপ কৌতিনহো ও আর্তুরো ভিদালও। তবে দ্বিতীয়ার্ধে মার্সেলোর গোলে ম্যাচে ফিরেছিল রিয়াল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। ছন্নছাড়া রক্ষণভাগকে গুঁড়িয়ে বড় জয়ই তুলে নিয়ে কাতালানরা। এমন জয়ে সন্তুষ্ট হলেও দলের সেরা তারকা ইনজুরিতে থাকায় আক্ষেপ থেকেই যায় বার্সা কোচের কণ্ঠে।
তবে শেষ দুটি ম্যাচই বার্সেলোনা খেলেছে তাদের নিজেদের মাঠে। আগামী শনিবার লিগের পরবর্তী ম্যাচে রায়া ভায়াকানোর মাঠে খেলতে যাবে দলটি। তাই প্রতিপক্ষের মাঠে মেসিকে মিস করবেন বলেই জানান ভালভারদে, ‘ফলাফল খুব ভালো হয়েছে। তবে যত দ্রুত সে (মেসি) ফিরে আসবে ততো আমাদের জন্য ভালো। কারণ আমরা তাকে মিস করছি। আমরা তাকে কালই ফেরত চাই।’
মেসিকে ছাড়া মাঠে নিজেদের পরিকল্পনা সম্পর্কেও জানান ভালভারদে, ‘তার ইনজুরিতে পড়ার পর গত সপ্তাহ থেকে আমরা ভাবছি আমরা মাঠে কিভাবে খেলব। এর একটাই উত্তর ছিল আমাদের দল হিসেবে খেলতে হবে। এবং আমরা এটাই করতে পেরেছি। ফলাফল ভিন্ন হলেও আমি এই একই উত্তর দিতাম।’
তবে চাইলেও মেসিকে পেতে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে ভালভারদেকে। সেভিয়ার বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে বল দখলের লড়াইয়ে মাটিতে পড়ে গিয়ে ডান হাতে চোট পান মেসি। এরপর বেশ কিছুক্ষণ সাইডলাইনে প্রাথমিক চিকিৎসা চলে। কিন্তু শেষ পর্যন্ত আর মাঠে নামতে পারেননি। পরে ক্লাবটি জানায় ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরেছে মেসির। এ ইনজুরি সারতে সময় লাগে কমপক্ষে তিন সপ্তাহ।
লা লিগায় ১০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকা রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। তবে তাতে খুব একটা স্বস্তিতে নেই দলটি। ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আলাভেস। আর তৃতীয় স্থানে থাকা সেভিয়া ও অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ১৯ পয়েন্ট।
Comments