সেই ম্যাচ ইনিংস ব্যবধানে হারল মেট্রো
প্রথম ইনিংসে মাত্র ৫৯ রানেই ইনিংস ঘোষণা করেছিল। তাতে বেশ শোরগোল পরে গিয়েছিল। কেউ বলছেন, প্রতিপক্ষকে বোলিং বোনাস না দিতে এমনটা করা। আবার কেউ বলছেন কন্ডিশনের সহায়তা নিতেই এই আত্মঘাতী সিদ্ধান্ত। তবে কিছুই কাজে লাগেনি ঢাকা মেট্রোর। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৬৬ রানে। ফলে ঢাকা বিভাগের কাছে ইনিংস ও ১৬১ রানের বিশাল ব্যবধানেই হারল মেট্রো।
৩২৭ রানে পিছিয়ে থেকে আগের দিন ৫৯ রান তুলতেই দুই উইকেট হারিয়েছিল মেট্রো। তৃতীয় দিনের শুরুটা অবশ্য খারাপ করেনি তারা। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। সাদমানকে ফিরিয়ে এ জুটি ভাঙেন শুভাগত হোম। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৬ রানে অলআউট হয়ে যায় ঢাকা বিভাগ। শেষ ৮টি উইকেট হারিয়েছে তারা ৪৪ রান তুলতে। ফলে আড়াই দিন না যেতেই বড় ব্যবধানে হারে মেট্রো।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেছেন সাদমান ইসলাম। ১৩৬ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৭২ বলে আশরাফুল করেন ৩৪ রান। ঢাকা মেট্রোর পক্ষে ৩১ রানের খরচায় তাইবুর রহমান পেয়েছেন ৪টি উইকেট। এছাড়া মোশারফ হোসেন ৩টি ও শুভাগত হোম ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা মেট্রো প্রথম ইনিংস : ৫৯/৮ (ইনিংস ঘোষণা)।
দ্বিতীয় ইনিংস : ৫৫.২ ওভারে ১৬৬ (সাদমান ৬৬, আশরাফুল ৩৪, মার্শাল ৭, সৈকত ০, জাবিদ ১৩, অনিক ৮, শহিদুল ৪, আসিফ ০, সানি ০*; শাকিল ১/৪২, সুমন ০/২৮, মোশাররফ ৩/৩৪, শুভাগত ২/১৯, সাইফ ০/৬, তাইবুর ৪/৩১)।
ঢাকা বিভাগ প্রথম ইনিংস : ৩৮৬।
ফলাফল : ঢাকা বিভাগ ইনিংস ও ১৬১ রানে জয়ী।
Comments