বড় জয়ই পেল রিয়াল

বড় দুঃসময়ই কাটাচ্ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আগের ছয় ম্যাচে পাঁচ হার। এরপর কোচ ছাঁটাই। তবে নতুন কোচের অধীনে এসেই জ্বলে উঠেছে দলটি। যদিও জয়টি এসেছে তৃতীয় সারির দল মেলিয়ার বিপক্ষে। তবে বাজে সময়ের মধ্যে থাকা দলটির হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে যার প্রয়োজন ছিল খুব বেশি।

বুধবার স্প্যানিশ কোপা দেল রে’র সেরা বত্রিশের লড়াইয়ের প্রথম লেগের ম্যাচ ৪-০ গোলের ব্যবধানে জিতে নিয়েছে রিয়াল। ফলে শেষ ষোলোতে এক পা দিয়ে রাখল দলটি।

মূল একাদশের আট জনকে বসিয়ে রেখে এদিন দ্বিতীয় সারির একাদশ সাজিয়েছিলেন অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারি। সে দলটিই দারুণ ফুটবল উপহার দিয়েছে। প্রতিযোগিতামূলক ফুটবলে রিয়ালের হয়ে প্রথমবার সুযোগ পেয়ে দারুণ খেলেছেন ভিনিসিয়াস জুনিয়র। ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ার পর এই একজন উইঙ্গারকেই কিনতে পেরেছিল দলটি।

ম্যাচের ২৮ মিনিটেই করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। আলভারো ওদ্রিওজোলার গোলমুখে বাড়ানো বলে প্রয়োজন ছিল একটি টোকার। আর তা দারুণ ভাবেই করেন ফরাসী স্ট্রাইকার বেনজেমা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ভিনিসিয়াসের পাস থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মার্কো আসেনসিও।

৭৯ মিনিটে গোলমুখে জটলার মধ্যে বল পেয়ে দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার ওদ্রিওজোলা। তবে এ গোলের ঠিক আগেই দুই দফা দলকে সেভ করেছিলেন গোলরক্ষক দানিয়েল আলভারেজ। প্রথমে আসেনসিওর শট, পরে সের্জিও রেগুইলনের। এরপর ভিনিসিয়াসের প্রচেষ্টাও বিফল করেছিলেন ডিফেন্ডাররা। তবে চতুর্থ দফায় ওদ্রিওজোলাকে আটকাতে পারেননি তারা।

ম্যাচের যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন বদলি খেলোয়াড় ক্রিস্তো গনসালেস। ছোট কর্নার থেকে বল পেয়ে ডিবক্সে দারুণ এক ক্রস দেন ওদ্রিওজোলা। দারুণ এক হেডে বল জালে জড়ান এ স্প্যানিশ ফরোয়ার্ড। ফলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। আগামী শনিবার লা লিগার ম্যাচে নিজেদের মাঠে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে খেলবে রিয়াল।

Comments

The Daily Star  | English

Four die in bike collision at Jajira end of Padma Bridge

Four people died in a head-on collision between two motorcycles near the Padma Bridge's South Toll Plaza area in Jajira upazila of Shariatpur yesterday night

2h ago